দুই বা ততোদিক চলকের নির্ভরশীলতার সম্পর্ককে বলে-
কোন দুটি দ্রব্যের আড়াআড়ি স্থিতিস্থাপকতা ধনাত্মক?
নিচের কোন দুটি দ্রব্যের আড়াআড়ি স্থিতিস্থাপকতা ঋণাত্মক হয়?
কোন দুটি দ্রব্যের আড়াআড়ি স্থিতিস্থাপকতা শূন্য?
Ep=। অর্থ কী?
পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখার আকৃতি কেমন হয়?
প্রতি কেজি চাউলের দাম ৪০ টাকা থেকে বেড়ে ৫০ টাকা হলে সাজ্জাদ সাহেবের মাসিক চাউলের চাহিদা ১০০ কেজি থেকে কমে ৮০ কেজি হয়। চাউলের দাম স্থিতিস্থাপকতা কত?
শূন্য স্থিতিস্থাপক চাহিদা রেখার আকৃতি কীরূপ?
আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান ঋণাত্মক হলে দ্রবটি হবে-
চালের দাম প্রতি কেজি ৩৫ টাকা হতে ৫০ টাকা হলে চাহিদা হ্রাস পেয়ে ১০ কেজি হতে ৭ কেজি হয়। এক্ষেত্রে চালের দাম স্থিতিস্থাপকতা কত?
দুটো দ্রব্য পরস্পর বিকল্প হলে দ্রব্যের আড়াআড়ি চাহিদা রেখা হবে-
চাহিদার স্থিতিস্থাপকতা কত প্রকার?
অসীম স্থিতিস্থাপক চাহিদা রেখার আকৃতি কেমন হয়?
টিভি, মূল্যবান গহনা, গাড়ি ইত্যাদি দ্রব্য কোন স্থিতিস্থাপকতার উদাহরণ?
অস্থিতিস্থাপক চাহিদা রেখার আকৃতি কেমন হয়?
কোন ব্যক্তির আয় ২০০০ টাকা তখন দ্রব্যের চাহিদা ১০০ একক, আয় বেড়ে ৪০০০ টাকা হলে উক্ত দ্রব্যের চাহিদা হয় ২০০ একক, দ্রব্যটি কীরূপ?
কোন মানটি হলে বোঝা যাবে দ্রব্যটি অস্থিতিস্থাপক চাহিদা?
অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে দাম প্রভাব কেমন?
দাম স্থিতিস্থাপকতা পরিমাপের কয়টি পদ্ধতি রয়েছে?
দাম স্থিতিস্থাপকতা নির্ণয়ে মোট ব্যয় পদ্ধতির প্রবক্তা কে?