চাহিদার সংকোচনের ক্ষেত্রে কোনটি পরিবর্তন হয়?
চাহিদা বিধিতে নিম্নের কোনটির সাহায্যে চাহিদার পরিমাণ নির্ধারিত হয়?
চাহিদা বিধির গাণিতিক প্রকাশকে কী বলে?
স্যার রবার্ট গিফেন কোন সালে আইরিশ কৃষকদের আচরণ পর্যবেক্ষণ করে গিফেন দ্রব্যের ধারণা দেন?
ভেবলেন ও গিফেন দ্রব্যের চাহিদা বাড়লে কী ঘটে?
জাঁকজমক পণ্য সম্পর্কে কোন অর্থনীতিবিদ ধারণা প্রদান করেন?
থর্সটেইন ভেবলেন কোন দেশের অর্থনীতিবিদ?
চা এবং কফি হলো পরস্পরের-
চাহিদা নির্ধারণকারী বিষয়গুলোর মধ্যে অন্যতম কোনটি?
চাহিদা রেখা নিম্নগামী হওয়ার কারণ কী?
চাহিদা রেখা নিম্নগামী হওয়ার মূল কারণ কোনটি?
ব্যক্তিগত চাহিদা ৫ ও ১০ একক হলে বাজার চাহিদা কত হবে?
ব্যক্তিগত চাহিদা কোন ধরনের ধারণা?
বাজারে সব ভোক্তার ব্যক্তিগত চাহিদার সমষ্টিকে কী বলে?
একজন ভোক্তা বিবেচনা করা হয় কোন ক্ষেত্রে?
বাজার চাহিদার ক্ষেত্রে কতজন ভোক্তা থাকে?
আকর্ষণীয় বিজ্ঞাপন বিশেষভাবে কী প্রভাবিত করে?
কোনটির পরিবর্তন হলে বৈদ্যুতিক পাখা, পাতলা কাপড়, ঠাণ্ডা জাতীয় পানীয় দ্রব্যের চাহিদার পরির্বন ঘটে?
চাহিদার হ্রাস-বৃদ্ধি ঘটবে যখন-
i. দামের পরিবর্তন হয়
ii. আয়ের পরিবর্তন হয়
iii. রুচির পরিবর্তন হয়
নিচের কোনটি সঠিক?
অর্থনীতিতে পরিবর্তক দ্রব্য হলো-
i. কালি-কলম
ii. চিনি-গুড়
iii. চা-কফি