ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি যে শর্তের ওপর প্রতিষ্ঠিত তা হলো-
i. ভোক্তা স্বাভাবিক রুচিসম্পন্ন হবে
ii. দ্রব্যের দাম ও প্রান্তিক উপযোেগ ভিন্ন হবে
iii. ভোক্তার আয়, রুচি ও পছন্দের পরিবর্তন হবে না
নিচের কোনটি সঠিক?
ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সীমাবদ্ধতা রয়েছে-
i. শখের দ্রব্যে
ii. পরিবর্তক দ্রব্যে
iii. পরিপূরক দ্রব্যে
ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির অনুমিত শর্ত হলো-
i ভোক্তার রুচি, অভ্যাস পরিবর্তনীয়
ii. উপযোগ সংখ্যাগতভাবে পরিমাপযোগ্য
iii. উপযোগকে অর্থের মাধ্যমে পরিমাপ করা যায়
কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, প্রত্যাশা বা অভাবকে কী বলে?
চাহিদার সাথে কোনটির ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান?
অর্থনীতিতে চাহিদার শর্ত কয়টি?
চাহিদার সাথে দামের সম্পর্ক কীরূপ?
দাম ও চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক কোন দ্রব্যের ক্ষেত্রে?
অর্থনীতিতে চাহিদা হলো দ্রব্য ও সেবার জন্য ভোক্তার-
কোনো দ্রব্যের চাহিদা কীসের ওপর নির্ভর করে?
অর্থনীতিতে চাহিদা হতে হলে-
i. কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা থাকতে হবে
ii. দ্রব্যটি ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ থাকতে হবে
iii. অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে
চাহিদা বিধি অনুসারে দাম বাড়লে কী হয়?
চাহিদা রেখা বামদিকে স্থানান্তরের কারণ-
সাধারণত চাহিদা রেখা কীরূপ হয়?
দাম ও চাহিদার পরিমাণের সম্পর্ক প্রকাশ কোন সূচিতে?
চাহিদা বিধির অন্যান্য অবস্থার মধ্যে নিচের কোনটি পড়ে?
কীসের ভিত্তিতে চাহিদা রেখা আঁকা হয়?
চা ও চিনি কী ধরনের দ্রব্য?
নিচের কোনটির ক্ষেত্রে চাহিদা বিধির ব্যতিক্রম ঘটে?
কোনো ব্যক্তির টেলিভিশন কেনার ইচ্ছা, সামর্থ্য ও অর্থ রয়েছে। একে আমরা কী বলতে পারি?