রিংকুর বাবা যখন মাছ ক্রয় করেন তখন তিনি যে শর্ত পূরণ করেন-
i. মাছ কেনার আকাঙ্ক্ষা
ii. মাছ ক্রয়ের ইচ্ছা
iii. মাছ কেনার জন্য প্রয়োজনীয় অর্থ
নিচের কোনটি সঠিক?
সুমনের মোটা চাল কী ধরনের দ্রব্য?
সুমনের এ ধরনের দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে চাহিদা রেখা হবে-
i. ডানদিকে নিম্নগামী
ii. ডানদিকে ঊর্ধ্বগামী
iii. ধনাত্মক ঢালবিশিষ্ট
সোহেলের কাপড়ের দাম ও যোগানের পারস্পরিক নির্ভরশীলতার মাধ্যম কোন অপেক্ষক দ্বারা জানা যায়?
সোহেলের কাপড় বিক্রয়ের আচরণটি প্রকাশ করা যায়-
i. বীজগণিতের মাধ্যমে
ii. স্বাধীন ও নির্ভরশীল চলকের গাণিতিক সম্পর্কের মাধ্যমে
iii. চাহিদা ও যোগানের পরস্পর সম্পর্কের মাধ্যমে
প্রদত্ত সমীকরণটি কোন ধরনের?
চাহিদা সমীকরণটির '10' হলো-
i. চলক
ii. ধ্রুবক
iii. ছেদক
উপরের চিত্রে DD রেখাটি কোন রেখা?
চিত্রে দেখা যায় QQ > PP₁। এটি কোন ধরনের চাহিদাকে নির্দেশ করে?
জনাব সাইফুল সাহেবের ইলিশ মাছ ক্রয়ের ক্ষেত্রে কোন ধরনের চাহিদা প্রবণতা লক্ষ করা যায়?
ইলিশ মাছের দাম কম হলে যদি জনাব সাইফুল সাহেব ইলিশ বেশি ক্রয় করতেন। তাহলে তা হতো-
i. দাম স্থিতিস্থাপকতা
ii. এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা
iii. এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা
উদ্দীপকের আলোকে দ্রব্যটি দাম বেড়ে ও টাকা থেকে 6 টাকা হলে যোগানের স্থিতিস্থাপকতা হবে-
চিত্রে দেখা যায় MM, PP, এটি কোন ধরনের যোগান নির্দেশ করে?
দাম ও যোগানের সমমুখী সম্পর্ক যোগান রেখার কী অবস্থা নির্দেশ করে?
i. যোগান রেখা বাম থেকে ডানে ঊর্ধ্বমুখী
ii. যোগান রেখা OX অক্ষ বরাবর নিম্নমুখী
iii. যোগান রেখা OY অক্ষের সমান্তরাল
উদ্দীপকে ভারসাম্য পরিমাণ কত?
বাজার দাম ও টাকা ধার্য করা হলে-
i. যোগান বেশি চাহিদা কম
ii. চাহিদার পরিমাণ শূন্য
iii. যোগান = ১৫
পরিমাণবাচক উপযোগের বিস্তারিত ব্যাখ্যা কে প্রদান করেন?
কোনো দ্রব্যের বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণে সক্ষম, তাকে কী বলে?
ভোগ কী?
সংখ্যাগত উপযোগের ধারণা কে প্রদান করেন?