যখন কোনো একটি দ্রব্যের প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়, তখন মোট উপযোগ-
সর্বশেষ একক থেকে কোন উপযোগ পাওয়া যায়?
প্রান্তিক উপযোগ শূন্য হওয়ার পূর্ব পর্যন্ত মোট উপযোগ কী হয়?
কখন ভোক্তা অতিরিক্ত এক একক দ্রব্যের জন্য কম দাম দিতে চায়?
নিচের কোনটি একটি বিশেষ সময়ে ঋণাত্মক হতে পারে?
কোনো দ্রব্যের অতিরিক্ত একক ভোগের জন্য যে অতিরিক্ত উপযোগের সৃষ্টি হয় তাকে কী বলে?
মিঠু ৪টি পেয়ারা কিনলো, এক্ষেত্রে ৪র্থ পেয়ারাটিকে কী বলা যায়?
মোট উপযোগ হলো কোনো দ্রব্যের-
i. সকল একক হতে প্রাপ্ত উপযোগের সমস্টি
ii. প্রতি একক হতে প্রাপ্ত প্রান্তিক উপযোগের সমষ্টি
iii. অতিরিক্ত একক হতে প্রাপ্ত অতিরিক্ত উপযোগ
নিচের কোনটি সঠিক?
মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য হলো-
i. মোট উপযোগ বাড়লে প্রান্তিক উপযোেগ বাড়ে
ii. প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে মোট উপযোগ কমে
iii. প্রান্তিক উপযোগ শূন্য হলে মোট উপযোগ সর্বোচ্চ হয়
প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে মোট উপযোগ-
i. কমতে থাকে
ii. ঋণাত্মক হতে পারে না
iii. বৃদ্ধি পায়
উপযোগবাদ হিসেবে উপযোগ তত্ত্বের অবতারণা করেন কে?
ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির প্রবক্তা কে?
ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির পূর্ণাঙ্গ ধারণা ব্যাখ্যা দেন কোন অর্থনীতিবিদ?
কখন ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হয়?
আলফ্রেড মার্শাল কোন গ্রন্থে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা করেন?
কোন দ্রব্যের ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ব্যতিক্রম ঘটে?
কোন ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি অকার্যকর?
ক্রমহ্রাসমান উপযোগ বিধিতে নির্দিষ্ট সময়ে ভোক্তার আয়, রুচি ও পছন্দ কী হিসেবে বিবেচনা করা হয়?
ভোগের একক বৃদ্ধির ফলে উপযোগ কমে যাওয়ার প্রবণতাকে কী বলে?