ভোক্তার আচরণের প্রকাশ ঘটে কীসের মাধ্যমে?
ব্যবহারের মাধ্যমে যখন দ্রব্যের উপযোগ নিঃশেষ করা হয়, তখন তাকে কী বলে?
দ্রব্যের বিশেষ গুণ যা মানুষের অভাব পূরণে সক্ষম-
উপযোগ পরিমাপের একক-
অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে দ্রব্যের দাম বাড়লে চাহিদা?
সমাজে মর্যাদা বৃদ্ধি পায় কোন দ্রব্য ভোগের মাধ্যমে?
দাম ও চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক কোন দ্রব্যের ক্ষেত্রে?
যে নিকৃষ্ট দ্রব্যের দাম কমলে চাহিদার পরিমাণও হ্রাস পায়- এমন দ্রব্যকে বলে কী বলে?
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যকে কী বলা হয়?
নিচের কোনটি গিফেন দ্রব্য?
রবার্ট গিফেন কোন দেশের কৃষকদের আচরণ পর্যবেক্ষণ করে দাম ও চাহিদার মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক লক্ষ করেন?
একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে একটি দ্রব্যের চাহিদার পরিমাণকে যে তালিকা আকারে দেখানো হয় তাকে কী বলে?
কোন অর্থনীতিবিদ গিফেন দ্রব্য সম্পর্কে প্রথম ধারণা দেন?
স্বল্প আয়ের মানুষ সাধারণত ভাতের অভাবে কম দামে আলু খায়। এক্ষেত্রে নিচের কোনটি গিফেন দ্রব্য?
দাম কমলে চাহিদা বাড়ে, দাম বাড়লে চাহিদা কমে। কিন্তু কোন পরিস্থিতিতে দাম বাড়লেও চাহিদা বাড়ে?
মোবাইল ও সিম কোন ধরনের দ্রব্য?
চাহিদা রেখা স্থানান্তরের কারণ কী?
চাহিদা রেখার স্থানান্তর ঘটবে যদি-
i. ভোক্তার আয়ের পরিবর্তন হয়
ii. সংশ্লিষ্ট দ্রব্যের দামের পরিবর্তন হয়
iii. ভোক্তার রুচির পরিবর্তন হয়
নিচের কোনটি সঠিক?
চাহিদা রেখার আকৃতি হতে পারে-
ⅰ. ডানদিকে নিম্নগামী
11. ডানদিকে ঊর্ধ্বগামী
iii. ভূমি অক্ষের সমান্তরাল
চাহিদা রেখা ডানদিকে নিম্নগামী হওয়ার কারণ-
i. আয় প্রভাব
ii. পরিবর্তক প্রভাব
iii. দাম প্রভাব