কোন ব্যক্তির আয় ১০০০ টাকা তখন দ্রব্যের চাহিদা ২০ একক, আয় বেড়ে ২০০০ টাকা হলে উক্ত দ্রব্যের চাহিদা হয় ১০ একক, দ্রব্যটি কীরূপ?
কোনটি দামের সূক্ষ্ম পরিবর্তনের সাথে সম্পর্কিত?
পরিবর্তক ও পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে কোন ধরনের স্থিতিস্থাপকতা ঘটে?
স্থিতিস্থাপকতায় দামের পরিবর্তন অপেক্ষা চাহিদার পরিবর্তন হতে পারে-
i. কখনও কম
ii. কখনও বেশি
iii. কখনও শূন্য বা সমান
নিচের কোনটি সঠিক?
দাম স্থিতিস্থাপকতা পরিমাপ করা হয়-
i. চাহিদার পরিমাণের শতকরা হার দ্বারা
ii. দামের পরিমাণের শতকরা হার দ্বারা
iii. চাহিদার পরিমাণের সংবেদনশীলতা দ্বারা
সাধারণত যোগান রেখা কীরূপ হয়?
যোগান রেখা ঊর্ধ্বগামী হয় কোনটির প্রভাবে?
দ্রব্যের মোট বিক্রয়যোগ্য পরিমাণকে কী বলে?
কোনটি যোগানের নির্ধারক?
নিচের কোনটির যোগান স্থির?
ক্রেতা কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে বাজারে সরবরাহকৃত কোনো দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে রাজি থাকে, তাকে কী বন্ধে
যোগান বিধিতে দাম বৃদ্ধি পেলে যোগানের কী পরিবর্তন ঘটবে?
যোগানের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক কোনটির?
একজন বিক্রেতা একটি দ্রব্য কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে যে পরিমাণ বিক্রি করতে প্রস্তুত থাকে, তাকে বলে-
বাজার ভারসাম্যের যোগান স্থির থেকে চাহিদা বৃদ্ধি পেলে ভারসাম্যে কী পরিবর্তন হয়?
দাম ও যোগানের সম্পর্ক কীরূপ?
যোগান রেখা ঊর্ধ্বগামী হওয়ার প্রধান কারণ কী?
যোগান বিধি দ্বারা প্রকাশ পায়-
i. দাম ও যোগানের মধ্যে সমমুখী সম্পর্ক
ii. দাম ও যোগানের মধ্যে ধনাত্মক সম্পর্ক
iii. দাম বাড়লে যোগানের পরিমাণ কমে
যোগান বিধিতে কীসের সম্পর্ক প্রকাশ পায়?
যোগানের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্ধারক কোনটি?