কোন ব্যক্তির আয় ২০০০ টাকা তখন দ্রব্যের চাহিদা ১০০ একক, আয় বেড়ে ৪০০০ টাকা হলে উক্ত দ্রব্যের চাহিদা হয় ২০০ একক, দ্রব্যটি কীরূপ?
নতুন পে-স্কেল প্রবর্তনের প্রেক্ষিতে সৃষ্ট মুদ্রাস্ফীতি হলো-
1. চাহিদা বৃদ্ধিজনিত
ii. যোগান বৃদ্ধিজনিত
iii. ঘাটতি ব্যয় বৃদ্ধিজনিত
নিচের কোনটি সঠিক?
অধিক মূলধন ব্যবহারের ফলে শ্রমিকের-
i. দক্ষতা বাড়ে
ii. উৎপাদনশীলতা বাড়ে
iii. শ্রমশক্তি বৃদ্ধি পায়
সুমনের এ ধরনের দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে চাহিদা রেখা হবে-
i. ডানদিকে নিম্নগামী
ii. ডানদিকে ঊর্ধ্বগামী
iii. ধনাত্মক ঢালবিশিষ্ট
জ্ঞান ও পুঁঞ্জিনির্ভর উচ্চ প্রযুক্তিভিত্তিক শিল্প কোন ধরনের শিল্প নামে পরিচিত?
যে শিল্প প্রতিষ্ঠানের ২০০-২৫০ জন শ্রমিক নিয়োজিত থাকে সে শিল্প প্রতিষ্ঠানকে বলে?
ক্ষুদ্র শিল্প
মাঝারি শিল্প
বৃহৎ শিল্প
ম্যানুফ্যাকচারিং শিল্প