উদ্দীপকটি পড়ে ১নং প্রশ্নের উত্তর দাও :
কোনো একটি প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রয় ১০,০০,০০০ টাকা। স্থির ব্যয় ২,৫০,০০০ টাকা। পরিবর্তনশীল ব্যয় ৬,৫০,০০০ টাকা।
প্রতিষ্ঠানের নিট মুনাফা কত?
উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও : সাফিনের একটি ব্যাট উৎপাদনের কারখানা আছে। সে উৎপাদিত ব্যাট এককপ্রতি ৭০ টাকা দরে বিক্রয় করে। ব্যাটের এককপ্রতি পরিবর্তনশীল ব্যয় হয় ৪০ টাকা।বার্ষিক ব্যয় হয় ৪০,০০০ টাকা ।
২,০০০ একক ব্যাট বিক্রয় করলে কত টাকা মুনাফা হবে?
উদ্দীপকটি পড়ে ১৪নং প্রশ্নের উত্তর দাও :
একটি বন্ডের লিখিত মূল্য ১,০০০ টাকা। বন্ডের মেয়াদ ১০ বছর। প্রয়োজনীয় আয়ের হার ১০%।
জিরো কুপন বন্ডের বর্তমান মূল্য কত?
উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও : BD ফুড লি. সমাজের মানুষের চাহিদার প্রতি লক্ষ্য রেখে স্বল্প ব্যয়ে মানসম্পন্ন খাবারসামগ্রী বাজারে পৌঁছে দেয়। ফলশ্রুতিতে সে সর্বোচ্চ মুনাফা করার চেষ্টাও করে। সে তাতে সফলও হয়।
ফুড লি. এর মুনাফা বৃদ্ধির চেষ্টাকে কী বলে?
BD ফুড লি. এর কর্মকাণ্ডগুলো—
i. দক্ষতার মানদণ্ড হিসাবে বিবেচিত হয়।
ii. সম্পদের সুষ্ঠু ব্যবহার করা
iii. সামাজিক কল্যাণ সাধিত হয়
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকটি পড়ে ২১নং প্রশ্নের উত্তর দাও :
২/১০, নিট ৬০ শর্তে পণ্য বাকিতে ক্রয় করা হলো।
ব্যবসায় ঋণের ব্যয় কত হবে?
অর্থের সময় পছন্দের কারণ হলো—
i. ভোগ অগ্রাধিকার
ii. বিনিয়োগ সুযোগ না থাকা
iii. অনিশ্চয়তা
বাংলাদেশ ব্যাংকের কাজ বলতে বোঝায়—
i. নোট ও মুদ্রা প্রচলন
ii. সরকারকে পরামর্শ প্রদান
iii. বৈদেশিক মুদ্রা সংরক্ষণ