নিচের উদ্দীপকটি পড় এবং ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব আলী মেঘনা গ্রুপ থেকে ২০ টাকা মূল্যের ১০০০ শেয়ার ক্রয় করেন। তিনি নির্দিষ্ট হারে নিয়মিতভাবে লভ্যাংশ প্রত্যাশা করেন। তবে কোম্পানিতে তার কোনো ভোটাধিকার নেই এবং কোম্পানি পরিচালনায় তাঁর অংশগ্রহণের কোনো সুযোগ নেই ।
জনাব আলী কোন ধরনের শেয়ার ক্রয় করেছেন?
নিচের উদ্দীপকটি পড় এবং ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও : রূপালী লি. বিগত বছর প্রতিটি সাধারণ শেয়ারে ৪৪ টাকা লভ্যাংশ প্রদান করেছিল। বার্ষিক লভ্যাংশ বৃদ্ধির হার ১০% এবং প্রতিটি শেয়ারের বর্তমান বাজার মূল্য ৪৬০ টাকা।
রূপালী লি. এর সাধারণ শেয়ারের ব্যয়ের হার কত?
২/২০ নিট ৬০ শর্তে ক্রয়ের বক্তব্য নিম্নরূপ—
i. বাটার মেয়াদকাল ২০ দিন
ii. নগদ বাট্টার হার ২%
iii. ঋণের মেয়াদকাল ৪০ দিন
নিচের কোনটি সঠিক?
নিচের উদ্দীপকটি পড় এবং ৩৫ নং প্রশ্নের উত্তর দাও : জনাব নজরুল ১৫ বৎসর পর একটি গাড়ি কিনতে চায়। সে সময় গাড়িটির আনুমানিক মূল্য হবে ১০,০০,০০০ টাকা ।
ব্যাংক সুদের হার ১০% হলে জনাব নজরুল গাড়িটি ক্রয় করার জন্য ব্যাংকে কত টাকা বর্তমানে জমা রাখবেন?
নিচের উদ্দীপকটি পড় এবং ৩৮ ও ৩৯ নং প্রশ্নের উত্তর দাও ! জনাব নাসির প্যাকেটজাত খাবার সরবরাহ করেন। প্রতি প্যাকেট খাবার প্রস্তুতের জন্য পরিবর্তনশীল বায় হয় ১২০ টাকা। প্রতি প্যাকেট খাবারের বিক্রয়মূল্য ১৮০ টাকা। হোটেল ভাড়া বাবদ তাঁর বাৎসরিক ব্যয় হয় ৩৬,০০০), টাকা এবং কর্মচারীদের বাৎসরিক বেতন ৬০,০০০ টাকা।
প্যাকেট প্রতি দত্তাংশ (Contribution Margin) কত?
আনিস কোম্পানি লিমিটেডের চিরস্থায়ী বন্ডের লিখিত মূল্য ১,০০০ টাকা। নিট বিক্রয়মূল্য ৯৮০ টাকা এবং কুপন রেট ১০%। কর হার ৪০%।
কর পরবর্তী ঋণ মূলধনের ব্যয় কত ?