নতুন শেয়ার ইস্যু কোন ধরনের কার্যাবলির অন্তর্ভুক্ত?
সমআকার আর্থিক বিবরণী বিশ্লেষণ হলো-
i. সমআকার আয় বিবরণী বিশ্লেষণ।
ii. সমআকার উদ্বৃত্তপত্র বিশ্লেষণ
iii. সমচ্ছেদ বিশ্লেষণ
নিচের কোনটি সঠিক?
নিচের উদ্দীপকটি পড় এবং ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও : AB লি. খেলনা প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান। একক প্রতি ৯০ টাকা দরে বিক্রয় করে। যার একক প্রতি কাঁচামাল ও শ্রম ব্যয় ৫০ টাকা এবং বার্ষিক স্থির ব্যয় ১,৮০,০০০ টাকা।
প্রতিষ্ঠানটির সমচ্ছেদ বিক্রয় একক কত?
যদি ১,২০,০০০ টাকা মুনাফা অর্জন করতে চায় তবে AB লি. কে কত টাকার পণ্য বিক্রয় করতে হবে?
কোম্পানির জন্য কোন বিবরণী প্রস্তুত করা বাধ্যতামূলক নয়?
স্বল্পমেয়াদি অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎস কোনটি?
নিচের উদ্দীপকটি পড় এবং ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও :
জিনিয়াস বলপেন কোম্পানি সাধারণত কাঁচামাল ক্রয় করে ২৫ দিন পর তার মূল্য পরিশোধ করে এবং সম্পূর্ণ তৈরিকৃত পণ্য কাস্টমারদের নিকট বাকিতে বিক্রয় করে ৬৫ দিন পর তা আদায় করে। আরো দেখা যায় যে, মজুদ পণ্যে গড় অবস্থানকাল অর্থাৎ কাঁচামালকে উৎপাদিত পণ্যে রূপান্তর ও বিক্রয় করতে সময় লাগে ৮০ দিন।
জিনিয়াস বলপেন কোম্পানির নগদ রূপান্তর চক্র কত দিন?
উদ্দীপকে উল্লিখিত কোম্পানির নগদ আবর্তন কত বার?
অর্থসংস্থানের দীর্ঘমেয়াদি উৎস হলো-
i. মালিকের নিজস্ব তহবিল
ii. বন্ধুবান্ধব থেকে গৃহীত ঋণ
iii. দেশায় মহাজন
এবিসি কোম্পানির পুনঃ ফরমায়েশ মজুদ স্তর ৫0,000 একক প্রতিমাসে স্বাভাবিক মঞ্জুদ ব্যবহার গড়ে ১,০০ একক এবং মজুদ পাওয়ার লিড টাইম ২-৬ মাস। কোম্পানির সর্বনিম্ন মজুদ স্তর কত একক?
কোন বন্ডের ক্ষেত্রে ঋণদাতার নাম ও ঠিকানা ইত্যাদি লিখিত থাকে?
বাংলাদেশের শেয়ারবাজারের স্পর্শকাতর বিষয়গুলো হলো—
i. ফটকাবাজদের দৌরাত্ম্য
ii. স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা
iii. আমদানি রপ্তানি নীতি
নিচের কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত?
নিচের উদ্দীপকটি পড় এবং ৩৫নং প্রশ্নের উত্তর দাও : RFL পাইপ লি. বর্তমানে বাংলাদেশের নামি দামি পাইপ উৎপাদনকারী প্রতিষ্ঠান। তারা দীর্ঘমেয়াদি অর্থায়নের উদ্দেশ্যে ১০ বছর মেয়াদি ২,০০০ টাকা অভিহিত মূল্যের একটি বন্ড ইস্যু করে। বর্তমানে বন্ডটি ১,৫০০ টাকায় বিক্রয় হচ্ছে। বন্ডের কুপন সুদের হার ১২% ।
RFL পাইপ লি. কর্তৃক ইস্যুকৃত বন্ডটির নাম কী?
মেয়াদপূর্তিতে বন্ডটির আয়ের হার কত?
CAPM মডেলে কত ধরনের ঝুঁকি বিবেচনা করা হয়?
কোন মূলধনের ব্যয়কে সুযোগ ব্যয় বলে?
প্রতিটি যৌথ মূলধনী কোম্পানির মূলধনের প্রধান উৎস হলো-আ
CAPM-এর সাহায্যে ইক্যুইটি মূলধনের ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে বিবেচনা করা হয়-
i. বাজার আয়ের হার
ii. কর হার
iii. ঝুঁকিমুক্ত আয়ের হার
দীর্ঘমেয়াদি আর্থিক বিনিয়োগকে কী বলে?