বিভেদাঙ্ক
পরিমিত ব্যবধান
সহ-ভেদাঙ্ক
ভিটা
নিচের উদ্দীপকটি পড় এবং ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও :
মিসেস পুনম ইসলামপুরে কাপড়ের ব্যবসায়ে আগ্রহী। সকল প্রকার সিদ্ধান্ত গ্রহণের পর তিনি উপলব্ধি করলেন যে তার নিজের গচ্ছিত তহবিল ব্যবসায় আরম্ভ করার জন্য পর্যাপ্ত নয় । অতঃপর তিনি রূপসা ব্যাংকের নিকট হতে ঋণ গ্রহণের জন্য আবেদন করলেন। ব্যাংকে তার মোট মূলধনের শতকরা ৫০ শতাংশ অর্থ ব্যাংক ঋণ হিসেবে প্রদান করে। অবশেষে তিনি মোট মূলধনের ১/২ অংশ ও নিজের গচ্ছিত তহবিল হতে অর্থ সংগ্রহ করে ব্যবসায় আরম্ভ করেন ।
মিসেস পুনমের ঋণ গ্রহণের ফলে—
নিচের উদ্দীপকটি পড় এবং ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব কাদের তার ব্যবসায়ে মুনাফার প্রত্যাশায় মূলধন বিনিয়োগ করেন। হিসাবকাল শেষে তিনি বড় অঙ্কের মুনাফা পান। তিনি পুনরায় অধিক মুনাফার প্রত্যাশায় একাধিক প্রকল্পে বিনিয়োগ করেন।
জনাব কাদেরের ব্যবসায়ের মূল লক্ষ্য কী?
নিচের উদ্দীপকটি পড় এবং ২৮, ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও : সাইফ এন্ড কোং-এর পরিবর্তনশীল ব্যয় ৪ টাকা ও স্থায়ী ব্যয় ১,৮০০ টাকা। ১,০০০ একক ডাস্টার প্রতিটি ১০ টাকা মূল্যে বিক্রি করে। সমজাতীয় অন্যান্য প্রতিষ্ঠান আছে যারা ৯ টাকা মূল্যে বিক্রি করে।
সাইফ এন্ড কোং-এর সমআয়-ব্যয় বিন্দু কত একক?
নিচের কোনটি চলতি সম্পত্তি ?
i. ঋণ
ii. মজুদ পণ্য
iii. দেনাদার
নিচের কোনটি সঠিক?
নিচের উদ্দীপকটি পড় এবং ৩৮ ও ৩৯ নং প্রশ্নের উত্তর দাও :
সালাম এন্টারপ্রাইজ লি.-এর এককপ্রতি বিক্রয় ২০ টাকা। এককপ্রতি উৎপাদন ব্যয় ১৫ টাকা।
সালাম এন্টারপ্রাইজ লি.-এর সমচ্ছেদ বিন্দু নির্ণয়ের জন্য আর কোন তথ্যটি প্রয়োজন?
i.পরিবর্তনশীল ব্যয়
ii. বার্ষিক বায়
iii. স্থায়ী ব্যয়
সালাম এন্টারপ্রাইজ লি.-এর ব্যবসায় মুনাফা সর্বোচ্চকরণ করতে চাইলে করণীয় কী হতে পারে?
i. এককপ্রতি বিক্রয়মূল্য বাড়ানো
ii. পরিবর্তনশীল ব্যয় কমানো
iii. স্থায়ী ব্যয় কমানো
উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও :
সাঈদ শেয়ার ক্রয়-বিক্রয়ের জন্য কোনো একটি ব্যাংকের সাহায্য নিলেন। শেয়ার ক্রয়-বিক্রয়ের জন্য সাঈদ ব্যাংককে কিছু আর্থিক সুবিধার নিশ্চয়তাও দিলেন। এতে করে ব্যাংক সাঈদের কাজে সহযোগিতা করল।
সাঈদ-এর শেয়ার ক্রয়-বিক্রয়ের জন্য কোন ব্যাংক সহযোগিতা করেছিল?