নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
সুজন একটি নতুন প্রকল্পে বিনিয়োগ করার কথা ভাবছে । তিনি আর্থিক ব্যবস্থাপক জনাব ছগিরকে প্রকল্পের লাভজনকতা বিচার করার দায়িত্ব দিলেন। জনাব ছগির বিনিয়োগের পক্ষে সুপারিশ করলেন এবং নিশ্চিত করলেন ৩ বছরের মধ্যে বিনিয়োগকৃত মূলধন ফেরত আসবে।
জনাব ছগির কোন পদ্ধতিটি ব্যবহার করে বিনিয়োগের পক্ষে সুপারিশ করলেন?
জনাব ছগির যে পদ্ধতিটি ব্যবহার করেছে তার সীমাবদ্ধতা হলো—
i. এটি অর্থের সময়মূল্য বিবেচনা করে না।
ii. এটি নগদ প্রবাহ বিবেচনা করে না।
iii. এটি প্রাথমিক বিনিয়োগ বিবেচনা করে না
নিচের কোনটি সঠিক?
মূলধন বাজেটিং-এর যে সকল পদ্ধতিতে অর্থের সময়মূল্যে বিবেচনা করা হয় তা হলো-
i. পে-ব্যাংক সময়
ii. নিট বর্তমান মূল্য
iii. আন্তঃআয় হার
নিচের উদ্দীপকটি পড় এবং ৮নং প্রশ্নের উত্তর দাও :
জনাব হাসান সবুজ লি.-এর প্রতিটি শেয়ার ১৫০ টাকা করে কয় করে ১ বছর পর তা ২০০ টাকা করে বিক্রয় করে। উত্ত বছরে কোম্পানি শেয়ারপ্রতি ১৫ ঢাকা লভ্যাংশ প্রদান করে।
জনাব হাসানের বিনিয়োগ হতে শেয়ার প্রতি মোট মুনাফা কত টাকা?
অর্থায়নের বিবেচ্য বিষয়-
i. অর্থের পরিমাণ
ii. অর্থের উৎসসমূহ
iii. অর্থ সংগ্রহ ও সঠিক ব্যবহার
মানি লন্ডারিং সংঘটিত হওয়ার উপায় হলো-
i. প্লেসমেন্ট
ii. লিভারেজ
iii. ইন্টিগ্রেশন
ঋণ পরিশোধ কিস্তিতে থাকে-
i. সুদের পরিমাণ
ii. মোট সুদের পরিমাণ
iii. আসল পরিশোধ
নিচের উদ্দীপকটি পড় এবং ২০ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব রফিক আগামী দু-বছর পরে অবসর গ্রহণ করবেন। তখন থেকে তিনি প্রতি বছর শেষে ১০,০০০ টাকা পেনশন পাবেন। সুদের হার ১০%।
জনাব রফিকের পেনশন কোন ধরনের নগদ প্রবাহ?
নিচের উদ্দীপকটি পড় এবং ২১নং প্রশ্নের উত্তর দাও :
৫০ বছর বয়সে চাকরিজীবী জনাব হায়দার ভবিষ্যতের জন্য চিন্তা করে বছরে ৬,০০০ টাকা করে ১০% চক্রবৃদ্ধি সুদে জমানোর সিদ্ধান্ত নিলেন ।
৬০ বছর পরে জনাব হায়দার মোট কত টাকা পাবেন?