চেকের টাকার পরিমাণের সঠিকতা পরীক্ষা করে কে?
চেক হারিয়ে গেলে তাৎক্ষণিকভাবে কী ব্যবস্থা গ্রহণ করতে হয়?
চেকের অনুমোদনের প্রয়োজন হয় কেন?
চেকের অনুমোদন হয়ে থাকে-
i. সীমিত
ii. শর্তসাপেক্ষে
iii. ইচ্ছাসাপেক্ষে
নিচের কোনটি সঠিক?
কীভাবে হারানো চেকের আর্থিক ক্ষতি কমানো যায়?
নিচে প্রদর্শিত চিত্রটি দেখে ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও :
বিনিয়োগের পরিমাণ কত টাকা?
বিধি-৭২ কোথায় ব্যবহার করা হয়?
তারল্য অনুপাতের আদর্শমান হলো-
উদ্দীপকটি পড়ে ১৬নং প্রশ্নের উত্তর দাও :
সিগমা কোম্পানির বার্ষিক চাহিদা ১৫,০০০ একক। এককপ্রতি বহন ব্যয় ২ টাকা। প্রতি ফরমায়েশ ব্যয় ৪০ টাকা।
মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ কত একক?
স্বল্পমেয়াদি অর্থায়নের কোন হাতিয়ারটি আমদানি-রপ্তানি বাণিজ্যে ব্যবহৃত হয়?
মধ্যমেয়াদি অর্থায়নের ব্যবহারকারী হলো-
i.সেবা শিল্প
ii. খামার প্রকল্প
iii. নতুন ও ক্ষুদ্র শিল্প
বর্তমানে বার্ষিক ৯% সুদের হারে ১০,০০,০০০ টাকা ব্যাংকে জমা রাখলে কত বছরে তা দ্বিগুণ হবে?
সমচ্ছেদ বিন্দু নির্দেশক অবস্থা হলো-
আরিফ লি. ২০১৬ সনে ৫০,০০০ টাকা মুনাফা করতে চাইলে কত একক পণ্য বিক্রয় করতে হবে?
উক্ত চক্রটি নিচের কোনটির সাথে সম্পর্কিত?
কোনটি সবচেয়ে গ্রহণযোগ্য বিনিময়ের মাধ্যম?
বিটার আদর্শ মান কত?
আমজাদ সাহেব যে ধরনের সম্পদে বিনিয়োগ করেছেন তা হলো-
অসম নগদ প্রবাহের বৈশিষ্ট্য হলো—
i. অসম কিস্তি
ii. সম সুদের হার
iii. বছর সংখ্যা
ইয়াং ট্রেড লি. এর বিটা সহগ ১.৭৫। বাজার আয়ের হার ১২%। ঝুঁকিমুক্ত বিনিয়োগের উপর আয়ের হার ১০% হলে ইয়াং ট্রেড লি. এর সাধারণ শেয়ারে বিনিয়োগের উপর আয়ের হার কত হবে?
১১.৭৫%
১৩.৫%
১৩.৭৫%
১৪.৫%