মি. মাহাদী তার পাওনাদার রোমানের দেনা পরিশোধের জন্য চেকের পাতায় রোমানের নাম উল্লেখ করে একটি চেক তৈরি করে। রোমান এক্ষেত্রে চেকের কোন পক্ষ?
ফর্মটি দ্বারা 'XY' ব্যাংক জানতে পারবে-
i. গ্রাহকের নাম
ii. গ্রাহকের অভ্যাস
iii. গ্রাহকের ঠিকানা
নিচের কোনটি সঠিক?
বাংলাদেশে একজন কৃষক ন্যূনতম কত টাকায় ব্যাংক হিসাব খুলতে পারে?
আবেদনকারী একক ব্যক্তি হলে আবেদনপত্রের সাথে জমা দিতে হবে-
i. পাসপোর্ট সাইজের ছবি
ii. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
iii. চেক বই
ব্যাংক কেন গ্রাহক পরিচিতি (KYC) ফর্ম পূরণ করে?
কীসের মাধ্যমে ব্যাংক হিসাবে টাকা জমা দেওয়া হয়?
ব্যাংক ও গ্রাহক চুক্তিবদ্ধ হয় কীভাবে?
স্থায়ী হিসাব খোলার ক্ষেত্রে আমানতকারীকে প্রথমে কী করতে হবে?
কোম্পানির ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে প্রয়োজন হয়-
i. ট্রেড লাইসেন্স
ii. স্মারকলিপি
iii. নিবন্ধনপত্র
চেকে দুই দাগের মাঝে কোনো কোম্পানির নাম থাকলে সেটি কী হবে?
বিশেষ চেকের অন্তর্ভুক্ত হতে পারে যে চেক
i. ভ্রমণকারীর
ii. উপহার
iii. মার্কেট
চূড়ান্ত পর্যায়ে যিনি ব্যাংকের কাছ থেকে টাকা সংগ্রহ করেন তিনি চেকের কি হিসেবে গণ্য করেন?
কোনটির ব্যবহার লেনদেন নিষ্পত্তিতে গতিশীলতা এনেছে?
চেক হস্তান্তরের সাথে সাথে মালিকানাও হস্তান্তরিত হয় কোন চেকের?
ব্যাংকিং সুবিধা বেশি পাওয়া যায় কোন হিসাবে?
গ্রাহক কীভাবে ব্যাংকে হিসাব খোলেন?
কোন হিসাবের ক্ষেত্রে বারবার টাকা জমা দেওয়া এবং উত্তোলনের সুযোগ নেই?
মোজাম্মেল সাহেব একজন ব্যবসায়ী। তার দৈনন্দিন বারবার টাকা জমা দেওয়া ও উত্তোলন করার প্রয়োজন পড়ে। কিন্তু তিনি সঞ্চয়ী হিসাব খোলায় টাকা উত্তোলন করতে পারছেন না। এক্ষেত্রে মোজাম্মেল সাহেবের জন্য উপযুক্ত হিসাব কোনটি?
মি. জামান যমুনা ব্যাংকে হিসাব খুলতে আগ্রহী। হিসাব খোলার জন্য মি. জামান প্রথমেই কোনটি বিবেচনা করবেন?
দাগকাটা চেকের আড়াআড়ি রেখার মাঝখানে লেখা থাকে-
i. প্রাপক হিসাবে প্রদেয়
ii. হস্তান্তরযোগ্য নয়
iii. ব্যাংকের নাম