নিকাশ ঘরের বৈশিষ্ট্য হলো-
i. এটি প্রত্যহিক কাজ
ii. এটি কেন্দ্রীয় ব্যাংক পরিচালনা করে
iii. এটি মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়
নিচের কোনটি সঠিক?
বাংলাদেশ ব্যাংক খোলাবাজার থেকে বন্ড ও সিকিউরিটিজ ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। এর ফল হবে-
i.' বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকে অর্থ নির্গমন ঘটবে
ii. বাণিজ্যিক ব্যাংকের ঋণদান সামর্থ্য হ্রাস পাবে
iii. বাজারে ঋণের পরিমাণ বাড়বে
মূলধন বাজেটিং প্রকল্প মূল্যায়নের পদ্ধতিগুলো হলো-
i. গড় মুনাফার হার
ii. পেব্যাক সময়
iii. নিট বর্তমান মূল্য
পেব্যাক সময় পদ্ধতির সীমাবদ্ধতা হলো-
i. লাভের হার জানা যায় না
ii. পেব্যাক সময়ের বাইরের নগদ প্রবাহ বিবেচনা করা হয়
iii. অর্থের সময়মূল্য বিবেচনা করা হয় না
মূলধন বাজেটিং-এর সমস্যা হলো-
i. অনিশ্চিত-বিশ্ব
ii. চাহিদার অপরিবর্তন
iii. উৎপাদন ব্যয়ের পরিবর্তন