বিরোধ র্যাংকিং যে সকল কারণে সৃষ্টি হয় তা হলো-
i. নগদ প্রবাহের পরিমাণে ভিন্নতা
ii. বিভিন্ন প্রকল্পের জীবনকালের ভিন্নতা
iii. কাঁচামাল ক্রয়ের পরিমাণে ভিন্নতা
নিচের কোনটি সঠিক?
জনাব আরিফ হাসান তার অর্থ বিনিয়োগের চিন্তাভাবনা করছেন। দুটি বিনিয়োগ প্রকল্প তার হাতে রয়েছে। উভয় প্রকল্পের পেব্যাক সময় সমান। কিন্তু তাকে যেকোনো একটি প্রকল্প গ্রহণ করতে হবে। জনাব আরিফ হাসানের প্রকল্প দুটি কীরূপ?
বিপুলের ব্যাংক কোন পদ্ধতিতে বাংলাদশে টাকা হস্তান্তর করেছে?
উদ্দীপকে ঋণ বিশ্লেষণের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক কোন গুণগত পদ্ধতিটি প্রয়োগ করা হয়েছে?
১ম বছরের করপূর্ব নগদ আন্তঃপ্রবাহ পরিমাণ কত হবে যদি কর হার ৫০% হয়?
উদ্দীপকের বর্ণনা অনুযায়ী কিছু ব্যাংক যে অসহযোগিতা করছে তার জন্য প্রত্যক্ষ শাস্তিমূলক ব্যবস্থা হতে পারে-
i. অতিরিক্ত রিজার্ভ সংরক্ষণের নির্দেশ
ii. অতিরিক্ত সুদ চার্জ
iii. ঋণ সুবিধা প্রত্যাহার
উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ঋণ নিয়ন্ত্রণ কার্যক্রমে কোন নীতির প্রতিফলন ঘটেছে?
মুনাফা অর্জন ক্ষমতা সূচক পদ্ধতির সূত্র হলো-
নগদ আন্তঃপ্রবাহ এবং নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্যের পার্থক্যকে কী বলা হয়?
কোন নীতির কারণে বাণিজ্যিক ব্যাংক জমাকৃত সব টাকা বিনিয়োগ করতে পারে না?
বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি হলো-
i. ঋণ দান
ii. চেক ইস্যু
iii. ঋণ নিয়ন্ত্রণ
জমাকৃত অর্থ ফেরত পাওয়ার সামর্থ্যকে ব্যাংকের ভাষায় কী বলে?
নগদ সঞ্চিতির হার ১০%, প্রাথমিক আমানত ১০০ টাকা এবং অন্যান্য সব শর্ত বজায় থাকলে মোট কত টাকার ঋণ আমানত সৃষ্টি হবে?
বাণিজ্যিক ব্যাংকের মূলনীতি-
i. তারল্যের নীতি
ii. সেবার নীতি
iii. সততার নীতি
স্বল্পমেয়াদি ঋণের ব্যবসায়ী বলা হয় কোন ব্যাংককে?
রূপালী ব্যাংক লি. কোন ধরনের ব্যাংক?
মুদ্রা বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য কে?
গ্রাহকের প্রতিনিধি হিসেবে কাজ করে কোন ধরনের ব্যাংক?
স্থায়ী সম্পত্তি সম্পর্কিত সকল বিনিয়োগের জন্য কোনটি প্রয়োজন হয় ?
ক্রমযোজিত নগদ প্রবাহ বিনিয়োগকৃত মূলধনের সমান না হওয়া পর্যন্ত নগদ আন্তঃপ্রবাহগুলোকে কী করা হয়?