নিচের উদ্দীপকটি পড় এবং ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও :
আবু জাফর কটন মিলের একক প্রতি বিক্রয়মূল্য ১২০ টাকা। পরিবর্তনশীল ব্যয় ৮০ টাকা ও সমচ্ছেদ বিন্দু ২৪,০০২ টাকা। পরিবর্তনশীল ব্যয় ৮০ টাকা ও সমচ্ছেদ বিন্দু ২৪,০০২ টাকা। কিন্তু উক্ত কোম্পানির স্থায়ী ব্যয় জানা নাই ।
আবু জাফর কটন মিলের স্থায়ী ব্যয় কত টাকা হবে?
নিচের উদ্দীপকটি পড় এবং ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও : আফসানা লি. একটি গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান । প্রতিটি গাড়ি উৎপাদন করতে ৫ দিন সময় লাগবে। প্রতিষ্ঠানটি গাড়ি উৎপাদনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ধারে ক্রয় করে। পাওনা পরিশোধের জন্য ২০ দিন সময় পেয়ে থাকলেও ১৫ দিনে মূল্য পরিশোধ করে। ফলে বাজারে প্রতিষ্ঠানটির যথেষ্ট সুনাম রয়েছে। অন্যদিকে উৎপাদিত গাড়ি ধারে বিক্রি করলে দেনা আদায়ের জন্য ২৫ দিন সময় থাকলেও ৩০ দিন গ্রহণ করে।
আফসানা লি.-এর নগদ রূপান্তরচক্র কত দিনে হবে?
আফসানা লি. তার নগদ আবর্তন বৃদ্ধির জন্য যে পদক্ষেপ গ্রহণ করতে পারে তা হলো-
i. উৎপাদন সময় বৃদ্ধি
ii. আদায় সময় ৫ দিন হ্রাস
iii.পাওনা পরিশোধ ৫ দিন বিলম্বিত করে
নিচের কোনটি সঠিক
নিচের উদ্দীপকটি পড় এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও : জনাব রহমান একজন চালের ব্যবসায়ী। তার ব্যবসায়ের দৈনন্দিন ব্যয়ের সবগুলো প্রয়োজন মেটাতে তিস্তা ব্যাংক থেকে ১০% সুদে তিনি ২০,০০০ টাকা ধার নিলেন এবং চলতি মূলধনের মজুদ পণ্যের ব্যয় মেটাতে ঐ একই হারে আরো ৩০,০০০ টাকা ধার নিলেন।
জনাব রহমান তহবিল সংগ্রহের ক্ষেত্রে কোন নীতি প্রয়োগ করেছেন?
এরূপ তহবিল সংগ্রহে জনাব রহমানের—
i. ঝুঁকি বেড়ে যেতে পারে
ii. মুনাফা বেড়ে যেতে পারে
iii. ব্যয় বেড়ে যেতে পারে
নিচের কোনটি সঠিক?
বর্তমান ও ভবিষ্যতে মূল্য সমান হবে—
i.. মেয়াদকাল শূন্য হলে
ii. সুদের হার শূন্য হলে
iii. বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা এক হলে