দীর্ঘমেয়াদি মূলধনের উৎস হলো-
i. ঋন মূলধন
ii. অগ্রাধিকার শেয়ার মূলধন
iii. সাধারণ শেয়ার মূলধন
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪নং প্রশ্নের উত্তর দাও : তাসফি কসমেটিক্স একটি নতুন মেশিন ক্রয় করতে চায়। মেশিনটির ব্যয় ৫০,০০০ টাকা, প্রত্যাশিত আয়ুষ্কাল ৫ বছর এবং ভগ্নাবশেষ মূল্য নেই। প্রত্যেক বছর শেষে কর- পরবর্তী আয় ১৪,০০০ টাকা। মূলধন ব্যয় ১০%।
তাসফি কসমেটিক্সের NPV কত হবে?
ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে প্রয়োজন—
i.বর্তমান মূল্য
ii. সুদের হার
iii. বছরের সংখ্যা
উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০নং প্রশ্নের উত্তর দাও :
জনাব সেলিম ১২% সুদে ৫,০০০ টাকা ABC ব্যাংকে ৫ বছরের জন্য জমা রাখেন।
ব্যাংকের সরল সুদের পরিমাণ কত টাকা?
মূলধন বাজেটিং-এর গুরুত্ব হলো—
i. দীর্ঘমেয়াদি সম্পদ সংগ্রহ
ii. সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত
iii. পর্যাপ্ত মূলধন
উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও : F কোম্পানির শেয়ারের বর্তমান বাজারমূল্য ২৫০ টাকা কোম্পানি এ বছর ২০ টাকা হারে লভ্যাংশ প্রদান করেছে। কোম্পানির লভ্যাংশের বৃদ্ধির হার ১০%।
কোম্পানির মূলধন ব্যয় কোন পদ্ধতিতে নির্ণয় করতে হবে?