মূলধন বাজারের হাতিয়ার হচ্ছে-
দীর্ঘমেয়াদি মূলধনের উৎস হলো-
i. ঋন মূলধন
ii. অগ্রাধিকার শেয়ার মূলধন
iii. সাধারণ শেয়ার মূলধন
নিচের কোনটি সঠিক?
কোনটি মূলধন বাজেটিং প্রণয়নের প্রথম পদক্ষেপ?
ঋণ পরিশোধের অক্ষমতা থেকে কোন ঝুঁকির সৃষ্টি হয়?
চক্রবৃদ্ধি ও বাট্টাকরণের মধ্যে সম্পর্ক হচ্ছে-
উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪নং প্রশ্নের উত্তর দাও : তাসফি কসমেটিক্স একটি নতুন মেশিন ক্রয় করতে চায়। মেশিনটির ব্যয় ৫০,০০০ টাকা, প্রত্যাশিত আয়ুষ্কাল ৫ বছর এবং ভগ্নাবশেষ মূল্য নেই। প্রত্যেক বছর শেষে কর- পরবর্তী আয় ১৪,০০০ টাকা। মূলধন ব্যয় ১০%।
তাসফি কসমেটিক্সের NPV কত হবে?
উদ্দীপকে তাসফি কসমেটিক্সের নিকট বাট্টার হার বেড়ে যদি ১২% হয় তাহলে NPV তে কী ঘটবে?
কোনটি ঝুঁকিমুক্ত আর্থিক সম্পদ?
ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে প্রয়োজন—
i.বর্তমান মূল্য
ii. সুদের হার
iii. বছরের সংখ্যা
বাংলাদেশে কত সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইন কার্যকর করা হয়?
কোনটি চলতি সম্পদ?
উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০নং প্রশ্নের উত্তর দাও :
জনাব সেলিম ১২% সুদে ৫,০০০ টাকা ABC ব্যাংকে ৫ বছরের জন্য জমা রাখেন।
ব্যাংকের সরল সুদের পরিমাণ কত টাকা?
জনাব সেলিম সুদ-আসলে কত টাকা পাবেন?
বিধি-৭২ কোথায় ব্যবহার করা হয়?
ব্যবসায় ঋণের খরচ বহন করে কে
মূলধন বাজেটিং-এর গুরুত্ব হলো—
i. দীর্ঘমেয়াদি সম্পদ সংগ্রহ
ii. সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত
iii. পর্যাপ্ত মূলধন
উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও : F কোম্পানির শেয়ারের বর্তমান বাজারমূল্য ২৫০ টাকা কোম্পানি এ বছর ২০ টাকা হারে লভ্যাংশ প্রদান করেছে। কোম্পানির লভ্যাংশের বৃদ্ধির হার ১০%।
কোম্পানির মূলধন ব্যয় কোন পদ্ধতিতে নির্ণয় করতে হবে?
F কোম্পানির মূলধন ব্যয় কত?
পোর্টফোলিও বিনিয়োগের উদ্দেশ্য কী?
মূলধন বাজেটিং-এ ব্যবহৃত পদ্ধতিগুলোর মধ্যে সবচেয়ে ভালো হলো--