অর্থায়নের প্রথম কাজ কোনটি?
নতুন শেয়ার ইস্যুর সাথে সম্পর্কিত খরচ হলো—
i.অবলেখকের কমিশন
ii. বিজ্ঞাপন খরচ
iii. লভ্যাংশ
নিচের কোনটি সঠিক?
নগদ প্রবাহ বিবরণী তৈরির পদ্ধতি কয়টি?
পোর্টফোলিও গঠনের মূল উদ্দেশ্য কী?
নিচের কোনটি অনাদায় ঝুঁকিমুক্ত বিনিয়োগ?
উদ্দীপকটি পড়ে ৩নং প্রশ্নের উত্তর দাও :
মিস হ্যামি রেড টেক্সটাইল লি. এর প্রতিটি শেয়ার ৭০ টাকায় ক্রয় করেন এবং তা ৯০ টাকায় বিক্রয় করেন । তিনি শেয়ারপ্রতি ২ টাকা করে লভ্যাংশ পেয়েছেন ৷
উদ্দীপকে উল্লিখিত মিস হ্যামির মোট আয়ের হার কত?
বাজার ঝুঁকির মান কত ?
উদ্দীপকটি পড়ে ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও :
কর্পোরেট করের হার ৩০% এবং ব্যক্তিগত করের হার ১৫% ।
উদ্দীপকে উল্লিখিত ভেনাস লি. এর সংরক্ষিত আয়ের ব্যয় কত?
উদ্দীপকে উল্লিখিত মূলধন কাঠামোর কোন উৎসটির ব্যয় সবচেয়ে বেশি?
মূলধন বাজেটিং-এর সীমাবদ্ধতাসমূহ হলো-
i. অনিশ্চয়তা
ii. মূলধন ব্যয় পরিবর্তন
iii. উৎপাদন ব্যয় পরিবর্তন
উদ্দীপকটি পড়ে ৮নং প্রশ্নের উত্তর দাও :
একটি প্রকল্পে ৫০,০০০ টাকা বিনিয়োগ করলে আগামী ৪ বছরব্যাপী প্রতিবছর ২০,০০০ টাকা করে পাওয়া যাবে।প্রকল্পটির বাট্টার হার ১২% ।
উদ্দীপকে উল্লিখিত প্রকল্পটির নিট বর্তমান মূল্য কত টাকা?
যে বাট্টার হারে বাট্টাকরণ করলে কোনো প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহ ও নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্য পরস্পর সমান হয়, তাকে কী বলে?
অর্থনৈতিক মন্দার কারণে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে কী বলে?
একটি দেশের জনগণের কল্যাণের উদ্দেশ্যে যে অর্থায়ন করা হয় তাকে কী বলে?
নিচের কোনটি অর্থের সময়মূল্য বিবেচনা করে ?
ব্যবসায় অর্থায়নের সামাজিক দায়বদ্ধতাসমূহ হলো-
i. ভোক্তার স্বার্থ সংরক্ষণ
ii. ঋণদাতার স্বার্থ সংরক্ষণ
iii. শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণ
উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও : মি. সিয়াম একজন চাকরিজীবী। তিনি নিয়মিত বিভিন্ন কোম্পানির নতুন ইস্যুকৃত শেয়ারে অর্থ বিনিয়োগ করে থাকেন।
মি. সিয়াম কোন ধরনের আর্থিক বাজারে নিয়মিত অর্থ বিনিয়োগ করে থাকেন?
মি. সিয়ামের অর্থ বিনিয়োগ করার উদ্দেশ্য হলো-
i. লভ্যাংশ প্রাপ্তি
ii. পরোক্ষ কর্মসংস্থান
iii. মূলধনী আয় উপার্জন
বিনিয়োগকৃত অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য কখন সমান হবে?
উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাও :
PQS লি. চীন থেকে প্রতিটি টেবিল ঘড়ি ৮০ টাকায় আমদানি করে এবং তা ১০০ টাকায় বিক্রয় করে। কোম্পানিটির বার্ষিক স্থির ব্যয় ১,০০,০০০ টাকা। কোম্পানির ব্যবস্থাপক দ্রুত সমচ্ছেদ বিন্দুতে পৌঁছানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
কতটি টেবিল ঘড়ি বিক্রয় করলে PQS লি.-এর আয় ও ব্যয় পরস্পর সমান হবে?