অর্থায়নের কাজ হলো-
i. ব্যবসায়ের প্রয়োজনীয় তহবিলের পরিমাণ নির্ণয়
ii. সংগৃহীত তহবিলের ব্যবহারের ক্ষেত্র নির্ধারণ
iii. তহবিলের উৎস নির্ধারণ
নিচের কোনটি সঠিক?
নিচের উদ্দীপকটি পড় এবং ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও : মি. আহসান একজন গার্মেন্টস ব্যবসায়ী। তিনি বাংলাদেশ ব্যাংকের কোনো মাধ্যম ব্যবহার না করে ৫ লক্ষ টাকা গোপনে মালয়েশিয়ায় হস্তান্তর করলেন।
মি. আহসান কোন ধরনের অপরাধ করেছেন?
অর্থের সময়মূল্য নির্ণয়ের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী উপাদান হলো—
i.সুদের হার
ii. সময় iii. অর্থের তারল্য
সমচ্ছেদ বিন্দু নির্ণয়ের ক্ষেত্রে প্রভাববিস্তারকারী উপাদান-
i. স্থায়ী ব্যয়
ii. পরিবর্তনশীল ব্যয়
iii. সুযোগ বায়
নিচের উদ্দীপকটি পড় এবং ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও : জনাব আশরাফ সিটি পার্ক নামের একটি খাবার হোটেল পরিচালনা করেন। তাঁর প্রতি একক খাবার প্রস্তুতের জন্য পরিবর্তনশীল ব্যয়ের প্রয়োজন হয় ১২০ টাকা এবং প্রতি একক খাবারের বিক্রয়মূল্য ১৮০ টাকা। তাঁর হোটেল ভাড়া বাবদ মাসে ব্যয় হয় ৩,০০০ টাকা এবং কর্মচারীদের বেতন বাবদ মাসে ব্যয় হয় ১৫,০০০ টাকা ।
জনাব আশরাফের প্রতি একক খাবারের দত্তাংশ কত?
নিচের উদ্দীপকটি পড় এবং ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও : মমতা বলপেন কোম্পানি সাধারণত কাঁচামাল ক্রয় করে ২৫ দিন পর তার মূল্য পরিশোধ করে এবং সম্পূর্ণ তৈরিকৃত পণ্য কাস্টমারদের নিকট বাকিতে বিক্রয় করে ৬৫ দিন পর তা আদায় করে। আরো দেখা যায় সে মজুদ পণ্য গড় অবস্থানকাল অর্থাৎ কাঁচামালকে উৎপাদিত পণ্যে রূপান্তর ও বিক্রয় করতে সময় লাগে ৮০ দিন।
মমতা বলপেন কোম্পানির নগদ রূপান্তর চক্র কত দিন?