নিচের উদ্দীপকটি পড় এবং ৩৪ ও ৩৫ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব রাকিব একজন বিনিয়োগকারী। কোনো একটি প্রকল্পে বিনিয়োগের জন্য আজ থেকে ৫ বছর পর তার ৫,০০,০০০ টাকা প্রয়োজন। এজন্য তিনি ৯% হার সুদে ৫ বছরের জন্য ব্যাংকে টাকা জমা রাখতে চান ।
জনাব রাকিবকে কত টাকা ব্যাংক জমা রাখতে হবে?
নতুন শেয়ার ইস্যুর সাথে সম্পর্কিত খরচ হলো—
i. অবলেখকের কমিশন
ii. বিজ্ঞাপন খরচ
iii. লভ্যাংশ
নিচের কোনটি সঠিক?
তারল্য বৃদ্ধি পেলে—
.i. মুনাফা হ্রাস পায়
ii. মুনাফা বৃদ্ধি পায় iii. ব্যয় হ্রাস পায়
অর্থায়নের কার্যাবলি হচ্ছে—
i. তহবিল বণ্টন
ii. তহবিল সংগ্রহ
iii. মূলধন বাজেটিং সিদ্ধান্ত
নিচের উদ্দীপকটি পড় এবং ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও :
দীন মোহাম্মদ একটি ফার্মের মালিক। গত বছর তার আয় হয় ১ কোটি টাকা। তারল্য হিসাবে ২০ লক্ষ টাকা রেখে অবশিষ্ট ৮০ লাখ টাকা পোস্ট অফিসে জমা রাখেন দৈনন্দিন কার্যপরিচালনায় নগদ অর্থ হাতে রাখার জন্য।
দীন মোহাম্মদের কোন নীতি মেনে চলা উচিত?
যদি জনাব দীন মোহাম্মদ তার আয়ের পুরোটাই পোস্ট অফিসে জমা রাখেন তাহলে-
i. মুনাফা লভ্যতা বৃদ্ধি পাবে
ii. তারল্যতা হ্রাস পাবে
iii. প্রতিষ্ঠানের দেউলিয়া হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে