স্বাস্থ্য বিমা দ্বারা কোনটি দেওয়া হয়?
স্বাস্থ্য বিমা ব্যক্তিকে কোন ধরনের সচেতনতামূলক উপদেশ দেয়?
স্বাস্থ্য বিমার প্রিমিয়াম নির্ধারণের ক্ষেত্রে বিবেচনায় আসতে পারে-
i. জীবন-যাপন পদ্ধতি
ii. বয়স, গ্রাহকের বর্ধিত চাহিদা
iii. উন্নত ঔষধ আবিষ্কার
নিচের কোনটি সঠিক?
স্বাস্থ্য বিমার বৈশিষ্ট্য হলো-
i. মানুষকে সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য আর্থিক সহায়তা দেয়
ii. অত্যধিক চিকিৎসা ব্যয় থেকে নিষ্কৃতি দেয়
iii. ব্যক্তিকে মানসিক স্বস্তি দেয়
গবাদিপশু বিমায় কোন ধরনের ঝুঁকি সবচেয়ে বেশি?
কৃষি প্রধান দেশে কোনটি মূল্যবান সম্পদ হিসেবে বিবেচিত হয়?
দুর্ঘটনা বিমা অন্য কী বিমা নামে পরিচিত?
মোটরগাড়ি বিমার উদ্দেশ্য কী?
কোন ধরনের দুর্ঘটনার ব্যাপকতায় দুর্ঘটনা বিমা চালু হয়েছে?
মানসিক অক্ষমতার জন্য কোন বিমা খোলা হয়?
গবাদি পশু বিমা সাধারণত কত বছর মেয়াদি হয়?
কোনটি সম্পত্তি দুর্ঘটনা বিমার উদাহরণ?
সাধারণত রোগ বা দুর্ঘটনার কারণে পশু মৃত্যুর ঝুঁকি বহন করে কোন ধরনের বিমা?
গবাদি পশু বিমায় কোনটির উপস্থিতি বিশেষ গুরুত্বপূর্ণ?
গবাদিপশু বিমার মাধ্যমে গবাদিপশুর কোন ধরনের ক্ষতি পূরণের নিশ্চয়তা দেওয়া হয়?
চুক্তি নবায়নের সুযোগ নেই কোন বিমায়?
গবাদিপশু বিমার দাবি আদায় পদ্ধতি কোনটি?
গবাদিপশুর বিমার বৈশিষ্ট্য হলো-
i. সাধারণত ১ বছর মেয়াদি বিমাপত্র
ii. বিমাচুক্তি অনবায়নযোগ্য
iii. দুর্ঘটনায় পশুর অক্ষমতা ও মৃত্যুজনিত আর্থিক ঝুঁকি কমানো
ব্যক্তিগত দুর্ঘটনা বিমার সর্বনিম্ন মেয়াদ কত?
কোন বিমা সম্পত্তি বিমার অন্তর্ভুক্ত?