যে পণ্য আংশিক ক্ষতিগ্রস্ত হলে সম্পূর্ণ অব্যবহার্য হয় সেক্ষেত্রে যেই অগ্নিবিমা পত্র ব্যবহার করা যায় তা হলো-
i. মূল্যায়িত
ii. অমূল্যায়িত
iii. নির্দিষ্ট
নিচের কোনটি সঠিক?
নৌ বিমা ও অগ্নিবিমার মধ্যে মিল রয়েছে এমন ক্ষেত্রগুলো হলো-
i. উভয়ই ক্ষতিপূরণের চুক্তি
ii. উভয় ক্ষেত্রেই বিমাযোগ্য স্বার্থ থাকতে হয়
iii. উভয় ক্ষেত্রেই স্থলাভিষিক্তকরণ নীতি প্রযোজ্য হয়
অগ্নিজনিত কারণে ক্ষতির উদ্ভব হলে বিমাগ্রহীতার করণীয় হলো-
i. বিমাকারীকে অবহিতকরণ
ii. ক্ষতির তদন্তের ব্যবস্থা
iii. ক্ষতির বিবরণীসহ দাবি পেশ
অগ্নিজনিত কারণে ক্ষতির উদ্ভব হলে বিমাকারীর করণীয় হলো-
i. দাবির বৈধতা সম্পর্কে তথ্য হাজির
ii. দাবির বৈধতা নিশ্চিতকরণ
iii. দ্রুত তদন্তকারী প্রেরণ
অগ্নিকাণ্ডের প্রাকৃতিক ঝুঁকি হলো-
i. ত্রুটিপূর্ণ তাপ ব্যবস্থা
ii. ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ
iii. সম্পত্তির অতিদাহ্য প্রকৃতি
১০ হাজার টাকার সম্পত্তি ৪ হাজার টাকার জন্য নির্দিষ্ট বিমাপত্র খোলা হয়। ৮ হাজার টাকার ক্ষতি হলে বিমাগ্রহীতা কত পাবে?
১ লক্ষ টাকায় কেনা একটি ছবি বিমা করা হয়েছিল। ২৫% আগুনে পুড়ে গেল। বিমা কোম্পানি কত ক্ষতিপূরণ করবে?
বিমাকৃত সম্পত্তির মূল্য ৫,০০,০০০ টাকা। দুর্ঘটনাকালে সম্পত্তির প্রকৃত মূল্য ছিল ৬,০০,০০০ টাকা। প্রকৃত ক্ষতির পরিমাণ ৬০,০০০ টাকা। গড়পড়তা বিমাপত্রে দাবি কত হবে?
মি. শরীফ কোন ধরনের অগ্নিবিমাপত্র সংগ্রহ করেছিলেন?
মিতা এন্টারপ্রাইজ কোন ধরনের অগ্নিবিমাপত্র সংগ্রহ করেছে?
অগ্নিবিমা করার সময় বিমা কোম্পানির নৈতিক ঝুঁকি এড়ানোর জন্য মি. চৌধুরীর কোন বিষয়টি অধিকতর গুরুত্ব সহকারে দেখেছে?
বিমা কোম্পানি মি. চৌধুরীর সাথে বিমাচুক্তি বাতিলের ক্ষেত্রে কোন নীতির ব্যত্যয় লক্ষ করেছেন?
উদ্দীপকের তথ্য বিবেচনায় নিলে মি. মণ্ডলের গৃহীত বিমাপত্রটি কোন ধরনের?
কিশোর পাশা প্রদত্ত কাগজপত্রের মধ্যে C কোম্পানি কোন দলিলটি সর্বাধিক গুরুত্বের সাথে যাচাই করবে?
বিমা প্রস্তাব গৃহীত হলে C কোম্পানির কোন ধরনের বিমাপত্র ইস্যু করবে?
জনাব জামান কোন ধরনের অগ্নি বিমাপত্র সংগ্রহ করেছেন?
বিমা কোম্পানি জনাব জামানকে কত টাকা ক্ষতিপূরণ করবে?
মি. সাকিবের গৃহীত বিমাকে কোন নামে অভিহিত করা যাবে?
মি. সাকিব তার গাড়ির জন্য রূপালী ইন্স্যুরেন্স থেকে কত টাকা ক্ষতিপূরণ পাবেন?
গড়পড়তা বিমায় ১০,০০০ টাকার সম্পত্তি ২০,০০০ টাকায় বিমা করা হলে এবং ক্ষতির পরিমাণ ৫,০০০ টাকা হলে বিমা কোম্পানি কত টাকা ক্ষতিপূরণ দেবে?