আধুনিক অগ্নিবিমার জনক কে?
অগ্নিবিমা সাধারণত কত বছরের জন্য করা হয়?
অগ্নি বিমাচুক্তি সম্পাদনের পর মজুদ পণ্যের কমা-বাড়ার সাথে প্রিমিয়ামের পরিমাণ যদি বাড়ে বা কমে, তা-
আধুনিক অগ্নিবিমার জনক-
যে বিমার নৈতিক ঝুঁকি বেশি-
অগ্নিবিমা চুক্তি সম্পাদনের জন্য চারিত্রিক সনদ কেন প্রয়োজন?
গড়পড়তা বিমায় ১০,০০০ টাকার সম্পত্তি ২০,০০০ টাকায় বিমা করা হলে এবং ক্ষতির পরিমাণ ৫,০০০ টাকা হলে বিমা কোম্পানি কত টাকা ক্ষতিপূরণ দেবে?
কোনটি অগ্নিবিমার অপরিহার্য উপাদান নয়?
শিল্প, ব্যবসা-বাণিজ্যের মতো কৃষি ক্ষেত্রেও কোনটি বিদ্যমান?
খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সাহায্য করে কোন বিয়া?
'শস্য উৎপাদনের ক্ষেত্রে উঁচু জমি নির্বাচন করা হয়, যাতে বন্যার ক্ষতির হাত থেকে শস্য রক্ষা করা যায়।'- এটি কোন ধরনের ঝুঁকি নিরসন পদ্ধতির মধ্যে পড়ে?
শস্য বিমাপত্র নেওয়ার মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ আর্থিক ঝুঁকি কী করা যায়?
ঝুঁকি গ্রহণের বিনিময় মূল্যকে কী বলে?
রাসেল দুর্ঘটনাপ্রবন এলাকার একজন কৃষক। সে তার ফসলকে, সম্ভাব্য ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য কোন বিমা করবে?