'শস্য উৎপাদনের ক্ষেত্রে উঁচু জমি নির্বাচন করা হয়, যাতে বন্যার ক্ষতির হাত থেকে শস্য রক্ষা করা যায়।'- এটি কোন ধরনের ঝুঁকি নিরসন পদ্ধতির মধ্যে পড়ে?
বিনিয়োগকারী তার সকল অর্থ একটিমাত্র সম্পত্তিতে বিনিয়োগ না করে একাধিক সম্পত্তিতে বিনিয়োগ করলে তাকে কী বলে?
বিশেষ ফ্যাক্টরিং কৌশল কোনটি?
মুদ্রা সংকোচনের ফলে কী ঘটে?
নিচের উদ্দীপকটি পড় এবং ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও : মি. হাদী একজন অভিজ্ঞ বিনিয়োগকারী। তিনি তাঁর বিনিয়োগযোগ্য তহবিল দ্বারা একটা সুপ্রতিষ্ঠিত কোম্পানির একটি বন্ড কিনতে চান যার লিখিত মূল্য ১,০০০ টাকা। কুপন সুদের হার ৮% এবং বন্ডটি ১২ বছর মেয়াদি। বাজারে সুদের হার ১০%। কিছুদিন পর মি. হাদী ঐ প্রতিষ্ঠানের কিছু সাধারণ শেয়ার কেনেন।
মি. হাদী নগদ বন্ডটি কেনার জন্য সর্বোচ্চ কত টাকা প্রদান করবেন?
কোন নীতিটি বিমাচুক্তির অন্তর্ভুক্ত নয়?