নৌ বিমা থেকে অগ্নিবিমার বিশেষ পার্থক্য কোনটি?
শিল্প বিপ্লবের ফলে অগ্নিবিমা ব্যাপকতা লাভ করে, এর কারণ-
i. অগ্নিপ্রবণ বিভিন্ন শিল্প কারখানা গড়ে ওঠে
ii. বিভিন্ন স্থানে শিল্প-কারখানায় কতিপয় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে
iii. যুদ্ধের কারণেও অগ্নিকাণ্ডের ঘটনা বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
অগ্নিবিমা চুক্তির গুরুত্বপূর্ণ উপাদান বা বিষয়বস্তু হলো-
i. বিমাযোগ্য স্বার্থ
ii. প্রত্যক্ষ কারণে ক্ষতিপূরণ
iii. সম্পূর্ণ ক্ষতিপূরণের ক্ষেত্রে প্রতিস্থাপন
অগ্নিবিমায় 'আনুপাতিক সাহায্য নীতি' প্রযোজ্য হওয়ার ক্ষেত্রে শর্ত হলো-
i. দ্বৈত বিমা করা হবে
ii. আংশিক ক্ষতি ঘটবে
iii. একক কোম্পানি পুরো ক্ষতিপূরণ করবে
যে পণ্য আংশিক ক্ষতিগ্রস্ত হলে সম্পূর্ণ অব্যবহার্য হয় সেক্ষেত্রে যেই অগ্নিবিমা পত্র ব্যবহার করা যায় তা হলো-
i. মূল্যায়িত
ii. অমূল্যায়িত
iii. নির্দিষ্ট
অগ্নিজনিত কারণে ক্ষতির উদ্ভব হলে বিমাগ্রহীতার করণীয় হলো-
i. বিমাকারীকে অবহিতকরণ
ii. ক্ষতির তদন্তের ব্যবস্থা
iii. ক্ষতির বিবরণীসহ দাবি পেশ
অগ্নিজনিত কারণে ক্ষতির উদ্ভব হলে বিমাকারীর করণীয় হলো-
i. দাবির বৈধতা সম্পর্কে তথ্য হাজির
ii. দাবির বৈধতা নিশ্চিতকরণ
iii. দ্রুত তদন্তকারী প্রেরণ
অগ্নিকাণ্ডের প্রাকৃতিক ঝুঁকি হলো-
i. ত্রুটিপূর্ণ তাপ ব্যবস্থা
ii. ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ
iii. সম্পত্তির অতিদাহ্য প্রকৃতি
অগ্নিবিমায় নৈতিক ঝুঁকির বিষয়বস্তু হলো-
i. শত্রু কর্তৃক অগ্নিসংযোগ
ii. স্বেচ্ছাপ্রণোদিত অগ্নিসংযোগ
iii. বিপজ্জনক প্রক্রিয়ার ব্যবহার
১০ হাজার টাকার সম্পত্তি ৪ হাজার টাকার জন্য নির্দিষ্ট বিমাপত্র খোলা হয়। ৮ হাজার টাকার ক্ষতি হলে বিমাগ্রহীতা কত পাবে?
১ লক্ষ টাকায় কেনা একটি ছবি বিমা করা হয়েছিল। ২৫% আগুনে পুড়ে গেল। বিমা কোম্পানি কত ক্ষতিপূরণ করবে?
বিমাকৃত সম্পত্তির মূল্য ৫,০০,০০০ টাকা। দুর্ঘটনাকালে সম্পত্তির প্রকৃত মূল্য ছিল ৬,০০,০০০ টাকা। প্রকৃত ক্ষতির পরিমাণ ৬০,০০০ টাকা। গড়পড়তা বিমাপত্রে দাবি কত হবে?
নিচের কোন ধরনের সম্পত্তির ক্ষেত্রে সাধারণত অগ্নিবিমা করা হয়?
অগ্নিবিমা কোন ধরনের চুক্তি?
নিচের কোন ধরনের বিমার ক্ষেত্রে স্থাবর ও অস্থাবর উভয় ধরনের সম্পত্তিই বিমা করা যায়?
কোন ধরনের ঝুঁকি বা ক্ষতি সাধারণত সব ধরনের মানুষকে আড়ষ্ট করতে পারে?
কোন ধরনের বিমায় নৈতিক ঝুঁকির মাত্রা বেশি থাকে?
স্থলাভিষিক্তকরণ বলতে কিসের স্থলাভিষিক্তকরণকে বুঝায়?
অগ্নিবিমায় স্থলাভিষিক্তকরণ নীতি কখন প্রযোজ্য হয়?
অগ্নিবিমার উপাদান বা বৈশিষ্ট্য বহির্ভূত নিচের কোনটি?