নিচের কোনটি সম্পত্তি দুর্ঘটনা বিমা বহির্ভূত?
মোটরগাড়ি বিমার ক্ষেত্রে কোন ঝুঁকি গাড়ির নিজস্ব ঝুঁকি নয়?
অন্যের জীবন ও সম্পত্তির হানি থেকে আর্থিক সুরক্ষার জন্য কোন ধরনের মোটরগাড়ি বিমাপত্র সংগ্রহ করতে হয়?
কোন ধরনের মোটর গাড়ি বিমাপত্রে প্রিমিয়ামের হার সবচেয়ে বেশি হয়?
শস্য বিমার ক্ষেত্রে কোনটি অর্থনৈতিক ঝুঁকির অন্তর্ভুক্ত?
গবাদিপশুর বিমায় কোন ঝুঁকির সম্ভাবনা সবচেয়ে বেশি?
শস্য বিমা প্রথম চালু হয় কোন দেশে?
বাংলাদেশে এখনও কোন ধরনের বিমার প্রচলন হয়নি?
শস্য বিমার ক্ষেত্রে কোন ধরনের ঝুঁকির পরিমাণ বেশি হয়?
নিচের কোনটি শস্য বিমার ক্ষেত্রে নৈতিক ঝুঁকি?
শস্য বিমা যে বিমার অংশ-
গবাদি পশু-বিমা কোন ধরনের বিমার অন্তর্ভুক্ত?
নিচের কোন ধরনের বিমার আওতা বিস্তৃত?
বাংলাদেশে শস্য বিমার প্রচলন ঘটেনি, এর প্রধান কারণ কোনটি?
যানবাহন বিমার অন্তর্ভুক্ত হলো-
i. যানবাহন
ii. যাত্রী ও ড্রাইভার
iii. তৃতীয় পক্ষের জীবন ও সম্পত্তি
নিচের কোনটি সঠিক?
ব্যক্তিগত দুর্ঘটনা বিমার বিষয়বস্তু হলো-
i. মানুষের জীবন
ii. অঙ্গপ্রতঙ্গ
iii. টাকা পয়সা
বাংলাদেশ শস্য বিমার বিস্তৃতি না ঘটার কারণ হলো-
i. বিমা কোম্পানি কৃষকদের ঠকায়
ii. কৃষক কৃষির ঝুঁকি সম্পর্কে সচেতন নয়
iii. বিমা কোম্পানিগুলো এ ধরনের বিমা করতে আগ্রহী নয়
বাংলাদেশে গবাদি পশু বিমার বিস্তৃতি ঘটলে যে সকল সুবিধা হবে তা হলো-
i. ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে
ii. গবাদি পশু সংশ্লিষ্ট শিল্পের বিস্তৃতি ঘটবে
iii. এ খাতে ব্যাংক ঋণ সুবিধা বৃদ্ধি পাবে
দ্বৈত বিমার ক্ষেত্রে থাকে-
i. একাধিক বিমাকারী
ii. একজন বিমাগ্রহীতা
iii. একাধিক সম্পত্তি