সাধারণ বিমার মূল বিষয় হচ্ছে-
কোনটি বিমার আওতায় পড়ে?
কোন ধরনের বিমায় 'দৈব ঘটনা' এ পরিভাষাটি ব্যবহৃত হয়?
যে ক্ষেত্রে লয়েডসের বিমাপত্র ইস্যু করা হয় না-
ডাক বিমা প্রথম চালু হয় কোথায়?
দেশের অর্থনীতিতে বিমা যে প্রভাব ফেলতে পারে তা হলো-
i. কর্মসংস্থান সৃষ্টি
ii. রপ্তানি আয় বৃদ্ধি
iii. জাতীয় উৎপাদন বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
মি. তোহা কোন ধরনের বিমা চুক্তি করেছেন?
বিমা কোম্পানি আয়েশার বাবাকে কোন ধরনের বিমাপত্র গ্রহণ করতে বলে?
উদ্দীপকটিতে উল্লিখিত আয়েশার বাবার গৃহীত বিমাপত্রটির বিষয়বস্তু হওয়া উচিত-
i. ব্যক্তিগত
ii. মেধা
iii. সম্পত্তি
মি. ওহী তার টয়োটা গাড়িটির জন্য কোন বিমা করেছিলেন?
কিসের ভিত্তিতে বিমা কোম্পানি মি. ওহীকে ক্ষতিপূরণ দেয়?
জনাব আরিফ ক্ষতিপূরণের জন্য কোন ধরনের বিমা করেছিলেন?
উদ্দীপকে উল্লিখিত ঝুঁকিটি কোন ধরনের ঝুঁকি?
মিস মিতুল কী ধরনের বিমাপত্র সংগ্রহ করেছেন?
বর্তমানে উক্ত বিমা ব্যবহৃত হয়-
i. শিল্প কারখানায়
ii. ব্যবসায় প্রতিষ্ঠানে
iii. পারিবারিকভাবে
উদ্দীপকে উল্লিখিত কোন নীতি ভঙ্গের কারণে বিমাচুক্তি বাতিল হয়েছে?
যদি মিসেস পূর্ণিমা এর ক্ষতিপূরণের ব্যবস্থা করতে চাইতেন তবে তিনি কোন ধরনের বিমাপত্র গ্রহণ করতে পারতেন?
মিসেস পূর্ণিমার বিমা দাবি উত্থাপনের জন্য নির্ধারিত দাবি পত্রের সাথে কোনটি সংযোজন করা উচিত?
শামীমের গাড়ির ক্ষেত্রে কোন তারিখকে ঝুঁকি আরম্ভের সময় বলা হয়?
গাড়িটির ক্ষেত্রে বিমাকৃত ঝুঁকি হতে পারে-
i. অগ্নিকাণ্ড
ii. চুরি ও ডাকাতি
iii. ছিনতাই