পণ্য আমদানির ও সুদ প্রাপ্তির সুযোগ থাকে কোন হিসাবে?
কোন ধরনের হিসাবে ব্যাংক কোনো লাভ বা সুদ দেয় না?
একটা চেকে সাধারণত কয়টি পক্ষ জড়িত থাকে?
নিচের কোন দলিলে প্রতিশ্রুতির উল্লেখ থাকে?
একজন ব্যাংক কর্মীর বাহক চেক পরিশোধের ক্ষেত্রে নিচের কোনটি দেখার প্রয়োজন নেই?
হস্তান্তরের মাধ্যমে প্রাপ্ত চেকের স্বত্বাধিকারীকে কী বলে?
অলস অর্থ জমা রয়েছে এমন একজন ব্যক্তির জন্য কোন ধরনের হিসাব উত্তম?
কোনটি ব্যাংক হিসাবের পাস বইয়ের বিকল্প হিসাবে ব্যবহৃত হয়?
সঞ্চয়ী ও স্থায়ী হিসাবের মধ্যে মিলের ক্ষেত্র হলো-
নিম্নের কোন হিসাবে সুদের হার সবচেয়ে কম হয়?
একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসাব খোলার ক্ষেত্রে ব্যাংক বাছাইয়ে ব্যাংকের কোন গুণটি বেশি বিবেচনা করেন?
নতুন ধরনের MICR চেকে কোন ঘর পূরণের প্রয়োজন পড়ে না?
মি. চৌধুরী তার নামে লেখা একটা বাহক চেকের টাকা ওঠানোর জন্য ম্যানেজার শরীফকে দিলেন। এক্ষেত্রে শরীফ চেকের কোন পক্ষ?
বিনিময় বিলের ক্ষেত্রে প্রযোজ্য হলো-
i. যে কোনো সাদা কাগজে লেখা যায়
ii. বৈদেশিক পাওনা নিষ্পত্তিতে ব্যবহৃত হয়
iii. নির্দিষ্ট মূল্যমানের স্ট্যাম্প লাগাতে হয়
নিচের কোনটি সঠিক?
কোন হস্তান্তযোগ্য দলিল একই পক্ষের কাছে দু'বার উপস্থাপন করতে হয়?
সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিনিময় মাধ্যম কোনটি?
যে চেক পেতে ব্যাংকে হিসাব থাকার দরকার হয় না-
নিচের কোন চেকটি হারিয়ে গেলে ব্যাংকের পক্ষে খুঁজে পাওয়া সহজ?
জনাব আজমল চেকটির টাকা তুলতে পারবেন-
i. ১২-০৪-২০২২ তারিখে ব্যাংকে উপাস্থাপন করে
ii. ১২-০৪-২০২২ এর পরে ব্যাংকে উপাস্থাপন করে
iii. জনাব কাজল কর্তৃক চেকের তারিখ সংশোধিত হলে
ব্যাংক টাকা না দেওয়ায় তার চেকটি কোন ধরনের চেকে পরিণত হয়েছে?