বিক্রয়যোগ্যতার ভিত্তিতে ব্যাংকের কাছে কোন জামানতটি উত্তম?
AB ব্যাংক জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে তা বিভিন্ন বাণিজ্যিক খাতে বিনিয়োগ করে। AB ব্যাংক এ ধরনের সংগৃহীত তহবিলের মাধ্যমে কোন ধরনের তহবিল নিশ্চিত করে?
বাণিজ্যিক ব্যাংক তার আর্থিক সংকটে কার কাছ থেকে ঋণ সংগ্রহ করে?
ব্যাংকের দীর্ঘমেয়াদি তহবিলের পরিশোধিত মূলধন গঠিত হয়-
i. সাধারণ শেয়ার থেকে
ii. অগ্রাধিকার শেয়ার থেকে
iii. রিজার্ভ ফান্ড থেকে
নিচের কোনটি সঠিক?
আমদানি-রপ্তানি বাণিজ্যে সহায়তা করে কে?
ব্যাংক কর্তৃক ইস্যুকৃত অবাণিজ্যিক ঋণের দলিল কোনটি?
ব্যাংক সাধারণত কিসের বিপরীতে ঋণ দেয়?
ঋণদান করা অনুচিত-
i. দেউলিয়া ব্যক্তিকে
ii. পাগল ব্যক্তিকে
iii. অপ্রাপ্ত বয়ষ্ক ব্যক্তিকে
বাংলাদেশে বহাল ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলির আইনের কত নং ধারায় বিনিময় বিলের উল্লেখ আছে?
হস্তান্তরযোগ্য ঋণের দলিলের হস্তান্তর হতে পারে-
i. অর্পণের মাধ্যমে
ii. অনুমোদনের মাধ্যমে
iii. পৃষ্ঠাঙ্কনের মাধ্যমে
অঙ্গীকারপত্রে উল্লিখিত অর্থ কীভাবে পরিশোধযোগ্য?
কোনটি সরকারি নোট?
১ ও ২ টাকার নোট হচ্ছে-
i. সরকারি নোট
ii. বিহিত মুদ্রা
iii. অর্থ মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত
হস্তান্তরযোগ্য ঋণের দলিল কোনটির বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে?
হস্তান্তরযোগ্য দলিল আইন কত সালের?
সরকারি নোটে কে স্বাক্ষর করেন?
১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের কোন ধারায় চেক সম্পর্কে বলা হয়েছে?
আন্তর্জাতিক বাণিজ্যের একটি বিশেষ ঋণের দলিল কোনটি?
ব্যাংক গ্যারান্টি কার পক্ষে ইস্যুকৃত একটি নিশ্চয়তার দলিল?