দলিলি ঋণে ব্যবহৃত দলিলপত্রগুলো হলো-
i. চেক
ii. ব্যাংক ড্রাফট
iii. পে-অর্ডার
নিচের কোনটি সঠিক?
কোন ধরনের ঋণ সর্ব অবস্থাতে ব্যাংকের জন্য ক্ষতিকর?
১৮৮১ সালের আইন অনুযায়ী দলিল হস্তান্তরের সাথে সাথে হস্তান্তরিত হয়-
i. দায়
ii. মালিকানা
iii. স্বত্ব
কোনটি আমানতকারী কর্তৃক ব্যাংকের ওপর একটি লিখিত আদেশ?
বাংলাদেশে প্রচলিত প্রধান হস্তান্তরযোগ্য দলিল হলো-
i. বিনিময় বিল
ii. অঙ্গীকারপত্র
iii. চেক
কীসের মাধ্যমে ব্যবসায়িক জগতের লেনদেন আরও বেশি গতিশীল হয়?
অঙ্গীকারপত্রে কয়টি পক্ষ থাকে?
জনাব আসিফ কোন ধরনের হস্তান্তরযোগ্য দলিল পেয়েছেন?
বিনিময় বিল সম্পর্কে সঠিক উক্তি-
i. স্ট্যাম্প লাগাতে হয়
ii. আদিষ্টের স্বীকৃতি দরকার
iii. সাধারণত চারটি পক্ষ থাকে
হস্তান্তরযোগ্য দলিল আইন ১৮৮১-এর ১৫ ধারায় কী সম্পর্কে বলা হয়েছে?
. ইমরুল একজন আমদানিকারক। তিনি মেঘনা ব্যাংকের মাধ্যমে সিঙ্গাপুরে অবস্থিত একটি প্রতিষ্ঠানের কাছ থেকে পণ্য আমদানি করেন। তার কোনো আর্থিক সমস্যা হলে ব্যাংক প্রতিষ্ঠানকে পণ্যের মূল্য দিতে নিশ্চয়তা দেয়। ব্যাংকের এ নিশ্চয়তা দেওয়া কীসের মাধ্যমে সম্পাদিত হয়?
বাংলাদেশে প্রচলিত হস্তান্তরযোগ্য দলিল আইনটি কত সালের?
প্রত্যয়পত্র গুরুত্বপূর্ণ কেন?
ব্যাংক প্রদত্ত ঋণের টাকা ফেরত না পেলে কোথায় ঘাটতি সৃষ্টি হ্যা?
কোন ধরনের ঋণের ক্ষেত্রে ব্যক্তিক জামানত যথেষ্ট?
পূর্বস্বত্ব বা Lien-এর সাথে জামানতকৃত সম্পত্তির সম্পর্কিত বিষয় কোনটি?
ব্যাংকের ঋণের বিপরীতে ঋণগ্রহীতার কাছ থেকে প্রাপ্ত নিরাপত্তার ওপর যথাযথ অধিকার প্রতিষ্ঠার অন্যতম প্রচলিত পদ্ধতি কোনটি?