বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্য নির্ধারণ পদ্ধতি কয়টি?
আসলের ওপর নির্দিষ্ট হারে প্রাপ্ত অর্থকে কী বলে?
স্থির কিস্তি পদ্ধতিতে সকল কিস্তির পরিমাণ কেমন থাকে?
বিধি- ৭২ এর মাধ্যমে বের করা হয় কোন মূলধন কত সময়ে-
পরপর দুই বছর ক্রমান্বয়ে ২,০০০ টাকা এবং ১,২০০ টাকা বিনিয়োগ করা হয়। যদি বার্ষিক সুদের হার ১০% হয় তবে ভবিষ্যৎ মূল্য কত?
রিমা প্রতিবছরের শুরুতে ১,০০০ টাকা করে ১০ বছর ১০% হারে বার্ষিক সঞ্চয় করেন। তিনি বর্তমানে কত পরিমাণ অর্থ পাবেন?
তুমি যদি ২ বছর পর ১০% বাট্টার হারে ব্যাংক থেকে ১০,০০০ টাকা পেতে চাও তাহলে তোমাকে ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে?
৪ বছর পর ৮% চক্রবৃদ্ধি হারে যদি ব্যাংক থেকে ৬,৮০২.৪৪ টাকা পেতে চাও তাহলে বর্তমানে তোমাকে ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে?
সুমন প্রতিবছরের শুরুতে ১,০০০ টাকা করে ৮ বছর ১০% হারে বার্ষিক সঞ্চয় স্কিমে জমা করেন। ভবিষ্যতে তিনি কী পরিমাণ অর্থ পাবেন?
৬% সুদের হারে ৩ বছরে পরিশোধ্য ১০,০০০ টাকা ঋণ গ্রহণ করা হলে ৩ বছর পরে ঋণের টাকা কত হবে?
ধরি তুমি ৫ বছরের জন্য প্রাইম ব্যাংক থেকে ১০% হার সুদে ৫০,০০০ টাকা ধার করলে। যদি প্রতিবছরের শেষে তোমাকে কিস্তি পরিশোধ করতে হয় তাহলে কিস্তির পরিমাণ কত?
ঋণ পরিশোধ সূচিতে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে-
i. সুদের পরিমাণ হ্রাস পায়
ii. আসল পরিশোধ বৃদ্ধি পায়
iii. সুদের পরিমাণ অপরিবর্তিত থাকবে
নিচের কোনটি সঠিক?
ত্রৈ-মাসিক চক্র-বৃদ্ধির ক্ষেত্রে-
i. সুদের হারকে ৪ দিয়ে ভাগ করতে হবে
ii. মেয়াদকে ৩ দিয়ে ভাগ করতে হবে
iii. মেয়াদকে ৪ দিয়ে ভাগ করতে হবে
অগ্রিম বার্ষিক বৃত্তি প্রদান করা হয়-
i. বছরের শেষে
ii. বছরের শুরুতে
iii. মেয়াদের শেষে
বাট্টাকরণ প্রক্রিয়া বলতে বোঝায়-
i. বাট্টার পরিমাণ নির্ধারণ প্রক্রিয়া
ii. অর্থের বর্তমান মূল্য নির্ধারণ প্রক্রিয়া
iii. সুদাসলকে সুদের হার দ্বারা ভাগের প্রক্রিয়া
অর্থের সময়মূল্য নির্ধারণের মূল কারণ কোনটি?
সময়ের সাথে অর্থের মূল্যের পরিবর্তনকে কী বলে ?
অর্থের ভবিষ্যৎমূল্যের পরিমাণ কিসের উপর নির্ভর করে?
অর্থের বর্তমানমূল্য নির্ণয় করার প্রক্রিয়া বা কৌশল কোনটি?
অর্থের ভবিষ্যৎমূল্য নির্ণয় করার প্রকিয়া বা কৌশলকে কোনটি?