সরল সুদের ক্ষেত্রে কীভাবে সুদ গণনা করা হয়?
অসীম সময়ের জন্য সমপরিমাণ নগদ প্রবাহের প্রাপ্তি বা প্রদানকে কীবলে?
একটি নির্দিষ্ট সময়ের জন্য সমপরিমাণ নগদ প্রবাহের ধারা হলো-
বাট্টার হার বেশি হলে-
Ordinary Annuity দ্বারা কী বুঝানো হয়?
Annuity Due দ্বারা কী বোঝানো হয়?
মাসিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে m-এর মান কত?
সাপ্তাহিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে m-এর মান কত?
অর্ধবার্ষিক চক্র বৃদ্ধিকরণের ক্ষেত্রে m-এর মান কত?
অর্থের সময় পছন্দনীয়তার কারণ কী?
ভবিষ্যতে প্রাপ্ত টাকার বর্তমানমূল্যকে কী বলা হয়?
একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করার জন্যে অন্য কোনো প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগ ত্যাগ করাকে কী বলে?
প্রান্তিক মূল্যের অপর নাম কী?
মিসেস মনিরা ২০,০০০ টাকা ঋণ করেন বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদের হারে তাকে ৫ বছর পর কত টাকা পরিশোধ করতে হবে?
ব্যাংকে টাকা জমা রাখলে কীসের ভিত্তিতে চক্রবৃদ্ধি হয়?
ব্যাংক থেকে গাড়ি, ফ্রিজ, কম্পিউটার ইত্যাদি ক্রয়ের জন্য যে ঋণ দেওয়া হয় তাকে কোন ঋণ বলে?
আসলের ওপর নির্দিষ্ট হারে প্রাপ্ত অর্থকে কী বলে ?
আসল টাকার ওপর ধার্যকৃত সুদকে কী বলা হয়?
অর্থের ভবিষ্যৎমূল্যকে বাট্টাকরণ করে কী পাওয়া যায়?
বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে যেকোনো পরিমাণ অর্থ কত বছরে দ্বিগুণ হবে তা নিচের কোনটির মাধ্যমে জানা যায়?