তুমি ২,০০০ টাকা বিনিয়োগ করলে তিন বছরের জন্য ৮% সুদে। তোমার বিনিয়োগের মূল্য কত হবে তিন বছর পর?
অ্যানুইটির বৈশিষ্ট্য হলো-
i. সমপরিমাণ নগদ অর্থের প্রাপ্তি বা প্রদান
ii. সময়ের ব্যবধান একই হওয়া
iii. নগদ প্রবাহ এক বছর পরপর ঘটবে
নিচের কোনটি সঠিক?
খঋণ পরিশোধ কিস্তিতে থাকে-
i. সুদের পরিমাণ
ii. কিস্তির পরিমাণ
iii. আসল পরিশোধ
চিরস্থায়ী অ্যানুইটি বা বৃত্তির বৈশিষ্ট্য হলো-
i. সম পরিমাণ অর্থ প্রাপ্তি বা প্রদান
ii. অসীম সময়
iii. চক্রবৃদ্ধিকরণ
অর্থের সময়মূল্য জানা প্রয়োজন-
i. আর্থিক ব্যবস্থাপনাতে
ii. আর্থিক সিদ্ধান্তে
iii. অর্থ সংগ্রহে
চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে-
i. সুদাসলের ওপর সুদ ধার্য করতে হয়
ii. প্রথম বছরের সুদকে মেয়াদ দিয়ে গুণ করতে হয়
iii. আগের বছরের সুদাসলকে পরবর্তী বছরে আসল ধরতে হয়
ভোক্তা ঋণ হচ্ছে-
i. গাড়ি ক্রয়ের জন্যে ঋণ
ii. ফ্রিজ ক্রয়ের জন্যে ঋণ
iii. কম্পিউটার ক্রয়ের জন্যে ঋণ
খঋণ পরিশোধ তালিকায় দেওয়া থাকে-
i. কিস্তির পরিমাণ
ii. সুদের পরিমাণ
iii. আসল টাকা
অর্থের সময়মূল্যের সাধারণ বার্ষিকীর বৈশিষ্ট্য হলো-
i. সমপরিমাণ টাকা
ii. বর্তমানমূল্য
iii. বছরের শেষে
ঋণ পরিশোধ সূচিতে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে-
i. সুদের পরিমাণ হ্রাস পায়
ii. আসল পরিশোধ বৃদ্ধি পায়
iii. আসল পরিশোধ একই থাকে
সাধারণ অ্যানুইটি ও অগ্রিম অ্যানুইটির মূল পার্থক্য হলো-
i. নগদ প্রবাহ শুরু হওয়ার তারিখ
ii. নগদ প্রবাহের পরিমাণ
iii. সমপরিমাণ নগদ অর্থের প্রাপ্তি বা প্রদান
অর্থের সময়মূল্য নির্ণয়ের ক্ষেত্রে প্রভাববিস্তারকারী উপাদান হলো-
i. সুদের হার
ii. সময়
iii. অর্থের তারল্য
বাট্টার হার বাড়লে বর্তমান মূল্য কেমন হবে?
সময়ের সাথে ব্যবসায় ঋণের বাট্টার হারের সম্পর্ক কীরূপ?
যদি ১২% সুদের হারে ঋণ গ্রহণ করা যায় এবং মাসিক বৃত্তিতে সুদ গণনা করা হয়, তবে প্রকৃত সুদের হার কত?
চক্রবৃদ্ধির সংখ্যা বাড়তে থাকলে বর্তমান মূল্যের উপর কী প্রভাব পড়বে?
বিধি-৭২ অনুযায়ী ১,০০০ টাকা ৮ বছরে দ্বিগুণ হতে হলে সুদের হার কত হবে?
ভবিষ্যতের প্রাপ্ত অর্থের আজকের মূল্যকে বলা হয়-
সুদের হার ১০% হলে আজকে ব্যাংকে ১০০ টাকা রাখলে আগামী ৫ বছর পর কত টাকা পাবে?
ঋণ পরিশোধ তালিকায় কোনটি ক্রমান্বয়ে কমতে থাকে?