মি. করিম ৩ বছর পরে ১০% চক্রবৃদ্ধি সুদের হারে যদি ৩,৩২৭.৫০ টাকা পায় তবে এর বর্তমানমূল্য কত হবে?
জনাব বাহার ৫ বছর পর বিমা কোম্পানি থেকে ১,০০,০০০ টাকা পাবেন। বাট্টার হার ১০% হলে উক্ত টাকার বর্তমানমূল্য কত?
চক্র বৃদ্ধির সংখ্যা বাড়লে কোন মূল্য বাড়বে?
বুল (বিধি) ৭২ কোথায় ব্যবহার করা হয়?
সময় রেখা দ্বারা কী নির্ধারণ করে?
EAR কী?
জনাব হাবিব প্রভিডেন্ট ফান্ড তেকে কিছু টাকা তুলে ১২% হার সুদে ঢাকা ব্যাংকে ৫ বছরের জন্য জমা রাখতে চাইলে ব্যাংক মেয়াদ শেষে ৩,০০,০০০ টাকা দিতে চাইল। জনাব হাবিব কত টাকা জমা রাখতে চান?
চক্রবৃদ্ধিকরণের বিপরীত পদ্ধতি কোনটি?
শফিক ৫০,০০০ টাকা ব্যাংকে জমা রাখলেন। ১২% সুদের উক্ত অর্থ ১০ বছর পর কত টাকা হবে?
সুদের হার ১০% হলে ১ বছর পরে ১১০ টাকা বর্তমানের কত টাকার সমান মূল্য বহন করে?
চক্রবৃদ্ধিকরণের সংখ্যার সাথে ভবিষ্যৎমূল্যর সম্পর্ক কীরূপ?
প্রতিবছর শেষে ১,০০০ টাকা ৭% সুদে জমা রাখলে ৫ বছর পর ১,০০০ টাকার ভবিষ্যৎমূল্য কত?
একটি মেশিন ক্রয় করার জন্য তোমার ৫০,০০০ টাকা ঋণ গ্রহন করতে হবে। ঋণের কিস্তিগুলো মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে। ব্যাংক বলল, সুদের হার ২৪%। তুমি যদি ২ বছরের এটা পরিশোধ করতে চাও তাহলে প্রতিটি কিস্তি কত টাকা করে হবে?
প্রতি মেয়াদ শুরুতে কিস্তি দেওয়া হলে তাকে বৃত্তি বলা হয়।
প্রতি মেয়াদের শেষে কিস্তি দেওয়া হলে তাকে বৃত্তি বলে।
সুদের হার ১০% হলে ৫ বছর পরের ১০০ টাকার বর্তমান মূল্য কত?
নামিক সুদের হার ও কার্যকরী সুদের হার সমান হবে কখন?
ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদ গণনার ক্ষেত্রে বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা কত?
আক্তার পদ্মা ব্যাংকে ১২% সুদে ১০ বছরের জন্য ৬৫,০০০ টাকা জমা করে। ১০ বছর শেষে তার টাকার পরিমাণ কত হবে?
চিরস্থায়ী ভিত্তিতে অনির্দিষ্ট থাকে কোনটি?