ধরি তুমি ৫ বছরের জন্য প্রাইম ব্যাংক থেকে ১০% হার সুদে ৫০,০০০ টাকা ধার করলে। যদি প্রতিবছরের শেষে তোমাকে কিস্তি পরিশোধ করতে হয় তাহলে কিস্তির পরিমাণ কত?
বিমাগ্রহীতার মৃত্যু প্রমাণপত্র হিসেবে কোনটি দাখিল করা যায়?
একটা প্রতিষ্ঠান যখন তার অর্জিত মুনাফার সম্পূর্ণ বণ্টন না করে কিছু অংশ প্রতিষ্ঠানে রেখে দেয়, তখন তাকে কী বলে?
পরফিরি ছক অনুসারে পরমতম জাতি কোনটি?
প্রয়োজনীয় আয়ের হার হ্রাস পেয়ে ৮% হলে-
i. বন্ডের অন্তর্নিহিত মূল্য হবে ১,৫০০ টাকা
ii. বন্ডে বিনিয়োগ লাভজনক হবে
iii. বার্ষিক সুদের পরিমাণ হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?
স্বাস্থ্য বিমা ব্যক্তিকে কোন ধরনের সচেতনতামূলক উপদেশ দেয়?