একটি প্রতিষ্ঠানে অতিরিক্ত মজুদ পণ্য রাখার অসুবিধা হলো-
i. তারল্য সমস্যা হতে পারে
ii. তহবিল আটকে থাকায় অন্য সম্পদে বিনিয়োগের সুযোগ হারাতে হয়
iii. ভবিষ্যতে মূল্য হ্রাসজনিত ক্ষতির সম্ভাবনা তৈরি হয়
নিচের কোনটি সঠিক?
অপর্যাপ্ত মজুদ পণ্য রাখার অসুবিধা হলো-
i. উৎপাদন ও বাজার জাতকজরণের স্বাভাবিক গতি ব্যাহত হয়
ii. ক্রেতারা সময়মতো পণ্য না পেয়ে নতুন পণ্যের দিকে ঝুঁকতে পারে
iii. মুনাফা বৃদ্ধি পায়
মজুদ পণ্য ব্যবস্থাপনা দক্ষতার সাথে সম্পন্ন করার জন্য একজন ব্যবস্থাপককে যে দুটি বিষয় নিশ্চিত করতে হয় তাহলো-
i. মিতব্যয়ী ক্রয়াদেশ পরিমাণ
ii. মুনাফার পরিমাণ
iii. পুনঃফরমায়েশ স্তর
মজুদ পণ্য ব্যবস্থাপনার উদ্দেশ্য হলো-
i. উৎপাদন সচল রাখা
ii. বহন খরচ ও ক্রয় আদেশ খরচ কমিয়ে আনা
iii. মজুদ পণ্যে বিনিয়োগ নিয়ন্ত্রণ না করা
ব্যবসায় ঋণ প্রদানের সিদ্ধান্ত গ্রহণের সময় যে মৌলিক বিষয় বিবেচনা করা হয় তা হলো-
i. ঋণ মান নির্ধারণ
ii. ঋণের শর্ত নির্ধারণ
iii. ঋণ আদায় প্রচেষ্টা
চলতি মূলধন ব্যবস্থাপনার যে নীতিগুলো অনুসরণ করা হয় তা হলো-
i. ঝুঁকি মুনাফা নীতি
ii. রক্ষণশীল নীতি
iii. আগ্রাসী নীতি
চলতি মূলধন ব্যবস্থাপনার ক্ষেত্রে রক্ষণশীল নীতির সুবিধা হলো-
i. তারল্য বজায় থাকে
ii. অসচ্ছলতাজনিত ঝুঁকি হ্রাস পায়
iii. মুনাফার হার হ্রাস পায়
চলতি মূলধন ব্যবস্থাপনার ক্ষেত্রে আগ্রাসী নীতির অসুবিধা হলো-
i. অসচ্ছতাজনিত ঝুঁকি হ্রাস পায়
ii. উৎপাদন ও বিক্রয় কার্যক্রমে বিঘ্নতা সৃষ্টি হতে পারে
iii. তারল্য হ্রাস পায়
নগদ রূপান্তর চক্র কমানোর কৌশল হলো-
i. গড় আদায় সময় হ্রাস করে
ii. গড় মজুদ সময় বৃদ্ধি করে
iii. গড় পরিশোধ সময় বৃদ্ধি করে
মধ্যমেয়াদি অর্থায়নের সময়সীমা-
i. এক বছরের কম
ii. এক বছর হতে ৫ বছর
iii. দুই বছর হতে সাত বছর
কোনটি চলতি সম্পত্তি?
i. ঋণ
ii. মজুদ পণ্য
iii. দেনাদার
কারবারের চলতি সম্পদ হলো-
i. নগদ অর্থ
ii. ব্যাংকে জমা
iii. প্রাপ্য বিল
২/২০ নিট ৬০ শর্তে ক্রয়ের বক্তব্য নিম্নরূপ-
i. বাট্টার মেয়াদকাল ২০ দিন
ii. নগদ বাট্টার হার ২%
iii. ঋণের মেয়াদকাল ৪০ দিন
স্বতঃস্ফূর্ত অর্থায়ন হলো-
i. ব্যবসায় ঋণ
ii. ঘূর্ণায়মান ঋণ
iii. বকেয়া খরচ
মজুদ পণ্য রূপান্তর সময় হ্রাস পেলে কোনটি হ্রাস পাবে?
কোনটি ঋণনীতির উপাদান?
মালের বিক্রেতা যে পরিমাণ টাকার মাল ক্রেতার নিকট বাকিতে বিক্রয় করে তাকে কী বলে?
কোন ধরনের ক্রেতার ঋণ ঝুঁকি বেশি?
বাকিতে বিক্রয়ের ফলে বিক্রেতার প্রতিষ্ঠানে কোনটি সৃষ্টি হয়?
জনাব রফিক ২/১০ নিট ৩০ বিক্রয় শর্তে স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানির নিকট হতে ১,০০,০০০ টাকার মাল ক্রয় করে ১০ দিনের মধ্যে মালের মূল্য পরিশোধ করলে বাট্টার পরিমাণ কত?