স্বল্পমেয়াদি অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস হলো-
i. ব্যাংক ঋণ
ii. বাণিজ্যিক কাগজ
iii. গ্রাম্য মহাজন
নিচের কোনটি সঠিক?
মধ্যমেয়াদি অর্থায়নের উৎস হলো-
i. বাণিজ্যিক ব্যাংক
ii. প্রাপ্য বিল বাট্টাকরণ
iii. মূলধনী বাজার প্রতিষ্ঠান
চলতি সম্পদ হলো-
i. মজুদ পণ্য
ii. প্রাপ্য বিল
iii. প্রদেয় বিল
মজুদ পণ্যের ধরন হলো-
i. কাঁচামাল
ii. আংশিক সমাপ্ত পণ্যের মজুদ
iii. সমাপ্ত পণ্যের মজুদ
মজুদ সম্পর্কিত ব্যয়সমূহ হলো-
i. ফরমায়েশ ব্যয়
ii. পরিচালন ব্যয়
iii. বহন ব্যয়
মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ হচ্ছে এমন এক ফরমায়েশ পরিমাণ যেখানে-
i. বহন ব্যয় ফরমায়েশ ব্যয়ের সমান হয়
ii. ফরমায়েশ ব্যয় বেশি হয়
iii. মোট ব্যয় সর্বনিম্ন হয়
জামানতযুক্ত স্বল্পমেয়াদি অর্থায়ন হলো-
i. প্রাপ্য বিল বন্ধকিকরণ
ii. মজুদ পণ্য বন্ধকিকরণ
iii. বাণিজ্যিক কাগজ
জামানতবিহীন স্বল্পমেয়াদি অর্থায়ন হলো-
i. মজুদ পণ্য বন্ধকিকরণ
ii. ব্যবসায় ঋণ
iii. বাণিজ্যিকপত্র
স্বল্পমেয়াদি উৎস হতে সংগৃহীত অর্থ ব্যবহৃত হয়-
i. কাঁচামাল ক্রয়ে
ii. মজুরি পরিশোধে
iii. যন্ত্রপাতি ক্রয়ে
সর্বোচ্চ মজুদ নির্ণয় করতে যে বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকতে হবে তা হলো-
i. পুনঃফরমায়েশ স্তর
ii. সর্বনিম্ন মজুদ ব্যবহার
iii. লিড সময়
নগদ সংরক্ষণের উদ্দেশ্য হলো-
i. লেনদেন
ii. পূর্ব সতর্কতামূলক
iii. নিট লাভ
নগদ রূপান্তর চক্রের উপাদান হলো-
i. মজুদ পণ্যের গড় সময়
ii. বাকি আদায়ের গড় সময়
iii. গড় বেতন পরিশোধকাল
পরিচালন চক্র কোন উপাদানের সমষ্টি?
i. মজুদ রূপান্তর সময়
ii. গড় পরিশোধকাল
iii. গড় আদায় সময়
ন্যূনতম নগদ অর্থের পরিমাণ নির্ধারণের পদ্ধতি হলো-
i. বিক্রয়ের শতকরা হার পদ্ধতি
ii. পরিচালন চক্র পদ্ধতি
iii. নগদ বহিঃপ্রবাহ পদ্ধতি
নগদান ব্যবস্থাপনার কৌশলসমূহ হলো-
i. দেরি করে নগদ অর্থ আদায়
ii. প্রদেয় বিল দেরি করে পরিশোধ
iii. দক্ষ মজুদ পণ্য ব্যবস্থাপনা
প্রাপ্য বিলগুলো দ্রুত আদায় করলে-
i. নগদ চক্র কমে যাবে
ii. নগদ আবর্তন বৃদ্ধি পাবে
iii. পরিচালন চক্র বৃদ্ধি পায়
প্রদেয় বিল দেরি করে পরিশোধ করলে-
iii. পরিচালন চক্র বৃদ্ধি পাবে
ঋণনীতির উপাদানগুলো হলো-
i. বিক্রয়ের শর্ত
ii. ঋণ বিশ্লেষণ
iii. আদায় নীতি
চলতি সম্পদে বিনিয়োগ বৃদ্ধি পেলে-
i. অসচ্ছলতাজনিত ঝুঁকি হ্রাস পায়
ii. মুনাফা অর্জন ক্ষমতা হ্রাস পায়
iii. তারল্য বৃদ্ধি পায়
চলতি সম্পদে বিনিয়োগ হ্রাস পেলে-
i. অসচ্ছলতাজনিত ঝুঁকি হ্রাস পায় তারল্য বৃদ্ধি পায়
ii. তারল্য বৃদ্ধি পায়
iii. মুনাফা অর্জন ক্ষমতা হ্রাস পায়