মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ হচ্ছে এমন এক ফরমায়েশ পরিমাণ যেখানে-
i. বহন ব্যয় ফরমায়েশ ব্যয়ের সমান হয়
ii. ফরমায়েশ ব্যয় বেশি হয়
iii. মোট ব্যয় সর্বনিম্ন হয়
নিচের কোনটি সঠিক?
আর্থিক প্রতিষ্ঠান আইন ১৯৯৩ যেসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য তা হলো-
i. বাণিজ্যিক ব্যাংক
ii. মার্চেন্ট ব্যাংক
iii. ইজারা কোম্পানি
মিস ঋতি একজন সাধারণ শেয়ারহোল্ডার। তিনি মুনাফার অংশ পাবেন—
i. ঋণপত্রের ধারকদের সুদ প্রদানের পর
ii. অগ্রাধিকার শেয়ারমালিকদের পাওনা পরিশোধের পর
iii. পাওনাদারদের পাওনা পরিশোধের পর
বিমা ব্যবসায়ের মূল নীতিসমূহ হলো-
i. বিমাযোগ্য স্বার্থের নীতি
ii. মুনাফা নীতি
iii. আনুপাতিক অংশগ্রহণের নীতি
মদিনা ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতি মাসে ৪,০০০ একক মাল ব্যবহার করে। ফরমায়েশ প্রতি ব্যয় ২০০ টাকা। প্রতি একক মালের বহন ব্যয় ২ টাকা এবং মালের ক্রয়মূল্য এককপ্রতি ৮০ টাকা। মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ কত?
দেশের প্রয়োজনের তুলনায় নোট ইস্যুর পরিমাণ কম হলে-
i. মুদ্রাস্ফীতি ঘটে
ii. বিনিয়োগ কমে
iii. বেকার সমস্যা বাড়ে