মদিনা ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতি মাসে ৪,০০০ একক মাল ব্যবহার করে। ফরমায়েশ প্রতি ব্যয় ২০০ টাকা। প্রতি একক মালের বহন ব্যয় ২ টাকা এবং মালের ক্রয়মূল্য এককপ্রতি ৮০ টাকা। মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ কত?
চেকের অনুমোদনকারী হতে পারে-
i. আদেষ্টা
ii. ধারক
iii. প্রাপক
নিচের কোনটি সঠিক?
নৌ-বিমা থেকে অগ্নিবিমার বিশেষ পার্থক্য কোনটি?
উদ্দীপকে মি. করিম কোন ধরনের বিমা করতে চেয়েছিলেন?
হস্তান্তরযোগ্য দলিল আইনে বর্ণিত দলিলসমূহ ছাড়াও এ ধরনের দলিল হিসেবে বিবেচিত হতে পারে-
i. অঙ্গীকারপত্র
ii. শেয়ার ওয়ারেন্ট
iii. লভ্যাংশ পরোয়ানা
সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন গঠিত হয় কত সালে?