কার্যকরী সুদের ধারণা প্রয়োগ হয় কোন ক্ষেত্রে?
যদি ১২% সুদের হারে ঋণ গ্রহণ করা যায় এবং মাসিক বৃত্তিতে সুদ গণনা করা হয়, তবে প্রকৃত সুদের হার কত?
আরিপ গ্রামীণ মহাজন থেকে সাপ্তাহিক ১% হারে চক্রবৃদ্ধি সুদে ঋণপত্র গ্রহণ করে, তার প্রকৃত সুদের হার কত?
বিধি-৭২ অনুযায়ী ১,০০০ টাকা ৮ বছরে দ্বিগুণ হলে সুদের হার কত হবে?
বিধি-৭২ এর মাধ্যমে বের করা হয় কোন মূলধন কত সময়ে-
বুল ৬৯ কোথায় ব্যবহার করা হয়?
অর্ধ-বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে যেকোনো পরিমাণ অর্থ কত% সুদে দ্বিগুণ হবে তা নিচের কোনটির মাধ্যমে নির্ণয় করা যায়?
অর্থের সময়মূল্যের গুরুত্ব হলো-
i. অনিশ্চয়তা
ii. ভোগ ব্যয় হ্রাস
iii. মুদ্রাস্ফীতি
নিচের কোনটি সঠিক?
অর্থের সময় অগ্রাধিকারের কারণ হলো-
ii. মুদ্রাস্ফীতি
iii. বিনিয়োগ সুযোগ
সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পাবার মূল কারণ-
সময়ের সাথে সাথে অর্থের কী পরিবর্তন হয়?
বিনিয়োগকারী কোন মূল্যকে অধিক গুরুত্ব দেয়?
অর্থের সময় মূল্য ধারণাটি কোন ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়?
অর্থের বর্তমান সময়ের মূল্যের সাথে ভবিষ্যৎ মূল্যের পার্থক্য কেমন হবে?
বর্তমান মূল্য নির্ধারণের পদ্ধতিকে কী বলা হয়?
কোনটি মজুদ পণ্য ব্যবস্থাপনার উপাদান?
'বকেয়া খরচ' কোন ধরনের অর্থসংস্থান?
কোনটি স্থায়ী মূলধন?
স্বল্পমেয়াদি অর্থায়নের সময়কাল কত?
স্বল্পমেয়াদি অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস হলো-
i. প্রাপ্য বিল বাট্টাকরণ
ii. স্বল্পমেয়াদি ব্যাংক ঋণ
iii. মজুদ পণ্য বন্ধকিকরণ