অর্থের সময় পছন্দের কারণ হলো-
i. অনিশ্চয়তা
ii. ভোগ অগ্রাধিকার
iii. বিনিয়োগ সুযোগ না থাকা
নিচের কোনটি সঠিক?
অর্থের সময়মূল্য নির্ণয়ের ক্ষেত্রে প্রভাববিস্তারকারী উপাদান হলো-
i. সুদের হার
ii. সময়
iii. অর্থের তারল্য
মুদ্রাস্ফীতির কারণে বৃদ্ধি পায়-
i. বিনিয়োগ
ii. উৎপাদন খরচ
iii. কাঁচামালের মূল্য
কার্যকর সুদের হার নামিক সুদের হার অপেক্ষা বেশি হয়, কারণ-
i. নির্দিষ্ট সময় পর পর সুদ গণনা করা হয়
ii. প্রাথমিক জমার ওপর সুদ গণনা করা হয়
iii. সুদাসলের ওপর সুদ গণনা করা হয়
বর্তমান ও ভবিষ্যৎ মূল্য সমান হবে-
i. মেয়াদকাল শূন্য হলে
ii. সুদের হার শূন্য হলে
iii. বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা এক হলে
মীর মোশাররফ ৫% সরল সুদে ১,৬০০ টাকা ধার করেন। তিন বছরে তাকে কত টাকা সুদ দিতে হবে?
সুদের হার ১০% হলে ৫ বছর পর ১০০ টাকার বর্তমান মূল্য কত?
বর্তমানে তুমি কত টাকা বিনিয়োগ করবে যদি ৬ বছর পর ১০% সুদে ১০,০০০ টাকা গ্রহণ করতে চাও?
১৪% চক্রবৃদ্ধি সুদের হারে ৬ বছর পর ১২,০০০ টাকা পেতে হলে তোমাকে আজ কত টাকা বিনিয়োগ করতে হবে?
চক্রবৃদ্ধি পদ্ধতিতে কোনটির ওপর সুদ ধার্য করা হয়?
কোন সুদের হারে অর্থের বর্তমান মূল্য সবচেয়ে কম হবে?
প্রতি বছর শেষে ১,০০০ টাকা ৭% সুদে জমা রাখলে ৫ বছর পর ১,০০০ টাকার ভবিষ্যৎ মূল্য কত?
রহিমা ৪ বছর মেয়াদে ১,৫০,০০০ টাকা ব্যাংকে জমা করেন। সুদের হার ৭% হলে মেয়াদ শেষে কত টাকা পাবেন?
জনাব হাসান আজকে রূপালী ব্যাংকে ১০০ টাকা জমা রাখলে, ১০% সুদে ৫ বছর পর কত টাকা পাবেন?
চক্রবৃদ্ধির সংখ্যা বাড়লে কোন মূল্য হ্রাস পায়?
১০% সুদে ১,২০০ টাকা ৫ বছর ব্যাংকে রাখলে কত টাকা পাওয়া যাবে?
জনাব সেলিম পেনশনের ২,০০,০০০ টাকা ৮% সুদে ৫ বছরের জন্য জমা করেন। প্রতি বছর তিনি ৫০,০৯৪ টাকা পাবেন। এক্ষেত্রে কোন সূত্রটি কার্যকর?
প্রতি বছরের প্রথমে টাকা জমা দেয়া হলে বা গ্রহণ করা হলে তাকে কী বলা হয়?
যে অর্থের আন্তঃ ও বহিঃপ্রয়োগ প্রতিমাসে হয় তাকে কী বলে?
অসীম সময়ের জন্য সমপরিমাণ নগদ প্রবাহের প্রাপ্তি বা প্রদানকে কী বলে?