ব্রহ্ম শব্দের অর্থ কী?
ঈশ্বরের প্রতি আমাদের উপাসনার কারণসমূহ হচ্ছে-
i. মোক্ষলাভ
ii. অবস্থার উন্নতি
iii. মনের দৃঢ়তা বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
হিন্দুধর্ম দর্শন অনুসারে 'ভগ' বলতে বোঝায়-
i. ঐশ্বর্য ও বীর্যকে
ii. শ্রী ও বৈরাগ্যকে
iii. জ্ঞান ও যশকে
লক্ষ্মী পূজার কারণ কী?
ঈশ্বরকে কয়টি গুণের অধীশ্বর বলা হয়?
কোন দেবীকে মহাবিশ্বের মহাশক্তি হিসেবে বিশ্বাস ও পূজা করা হয়?
'কেশব ক্লেশহরণ - নারায়ণ জনার্দন' প্রার্থনা মন্ত্রটির শিক্ষা কী?
সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী কে?
অবতার কয় পর্যায়ের হতে পারে?
'মোক্ষ' মানে কী?
'নেহ নানাস্তি কিঞ্চন'-এ কথার অর্থ কী?
বিষ্ণু পালনকর্তা। তাঁর কৃপায় আমরা বেঁচে থাকি। বিষ্ণুর এই গুণ মূলত কার প্রকাশ?
ব্রহ্মা কোন শাস্ত্রের উদ্ভাবক?
ভগবান বিষ্ণু কয়বার পৃথিবীকে ক্ষত্রিয়হীন করে?
ঈশ্বর কতটি প্রধান ক্রিয়া সাধন করে?
ঈশ্বর কয়টি গুণে গুণান্বিত?
বিষ্ণুর তৃতীয় অবতার কোনটি?
ঈশ্বর যখন নির্গুণ থাকেন তখন তাকে কী বলে?
সমস্ত আগামশাস্ত্রের বক্তা বলে কে সুপরিচিত?
ঐশ্বর্য, শ্রী, যশ ও বৈরাগ্য বলতে বুঝি- কথাটি-
'স্বয়ম্ভু' শব্দের অর্থ কোনটি?
'ব্রহ্ম' জগতের উপর প্রভুত্ব করে বলে তাঁকে বলা হয়-
ঈশ্বরের শক্তির প্রকাশ কারা?
নাট্যশাস্ত্র ও বাস্তুশাস্ত্রের উদ্ভাবক কোন দেবতা?
অ-উ-ম-এ তিনটি অক্ষর দ্বারা বোঝায়-
i.' বিষ্ণু
ii. ব্রহ্ম
iii. মহেশ্বর
তপতী দেবী রোজ সন্ধ্যায় মন্দিরে গিয়ে পূজা দিয়ে ঈশ্বরের উপাসনা করেন। এভাবে উপাসনার ফলে তিনি কীভাবে উপকৃত হবেন?
i. তার মনের অহমিকা ও বিদ্বেষ দূর হবে
ii. ইষ্ট দেবতাকে উপলব্ধি করতে পারবে
iii. মনের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবেন না
ঈশ্বর কোন রূপে সৃষ্টি করেন।
ii. মানসিক অবস্থার উন্নতি
iii. মনের রুঢ়তা বৃদ্ধি
ভগবান বিষ্ণু কীরূপে আসবেন?
উক্ত রূপে তিনি-
i. অত্যাচারী রাজাদের ধ্বংস করবেন
ii. ধর্ম প্রতিষ্ঠা করবেন
iii. সত্য পুনঃপ্রতিষ্ঠা করবেন
উপরিউক্ত প্রতীককে আমরা কী বলি?
ওঁ দ্বারা বোঝায়-
i. বিষ্ণু
ii. মহেশ্বর
iii. ব্রহ্মা
'প্রতিটি জীব ব্রহ্ম' সজলের বাবার আলোচ্য উক্তিটির কারণ কী?