উক্ত সংগঠনটির মূল উদ্দেশ্য হলো-
হিন্দুদের 'রারো মাসে তেরো পার্বণ, কিসের ঈঙ্গিত দেয়?
অনুচ্ছেদে উল্লিখিত বিষয়ের অন্তর্ভুক্ত হলো-
i রথযাত্রা
ii. ভ্রাতৃদ্বিতীয়া
iii. জামাইষষ্ঠী
নিচের কোনটি সঠিক?
তাথৈ কোন তিথিতে তার ভাইয়ের হাতে পবিত্র সুতো বেঁধে দেয়?
তাথৈর ভাইয়ের হাতে সুতো বেঁধে দেয়ার কারণ হলো-
i. বিপদ-আপদ থেকে রক্ষা পাওয়া
ii. ভাই-বোনের মধ্যেকার আজীবন ভালোবাসার প্রতীক
iii. শিক্ষার আলো জ্বালিয়ে রাখার প্রতীক
দস্যু রত্নাকর এর কাহিনি কোন ধর্ম গ্রন্থের?
শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগ প্রক্রিয়া কোন যোগের অন্তর্গত?
দেবুর মধ্যে কী গুণের প্রকাশ পায়?
দেবুর এমন আচরণ এর দ্বারা কী লাভ করে?
i. অন্যের মন জয়
ii. অন্যের আশীর্বাদ
iii. অন্যের অভিশাপ
কাজল বাবুর স্ত্রীর আষাঢ় মাসে কন্যা সন্তান ভূমিষ্ঠ হলো। শাস্ত্রানুযায়ী তারা কোন মাসে কন্যার অন্নপ্রাশন দিতে পারবেন।
বিবাহের মাধ্যমে স্বামী ও স্ত্রী কী লাভ করে?
বিশ্বামিত্র মুনির পুত্রের নাম কী?
উপাসনা কত প্রকার?
ব্রহ্ম শব্দের অর্থ কী?
ব্যবসা বাণিজ্যে সিদ্ধি লাভের জন্য কী পূজা করা হয়?
সুমনার ভাই এর কপালে আঙুল স্পর্শ করাকে কী বলে?
শ্রেয়ার কাজটিকে কী বলা হয়?
শ্রেয়া ও প্রবীরের কাজটি করার কারণ-
i. ঈশ্বরকে সন্তুষ্ট করা
ii. যেখানে জীব সেখানেই শিব
iii. সামগ্রিক কল্যাণ
তোমার পাঠ্য বই এর কোন চরিত্রের সাথে সাংবাদিকের মিল দেখা যায়?
সাংবাদিকের মধ্যে যে গুণ প্রকাশ পায় তা হলো-
i. অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করা
ii. অন্যের কল্যাণে যথাসাধ্য চেষ্টা করা
iii. সত্য ও ন্যায়ের জন্য ভীত হওয়া
কোন যোগের দ্বারা মোক্ষলাভ করা যায়?
কোন পূজার দিন হাতেখড়ি দেওয়া হয়?
মাদক গ্রহণের ফলে কী রোগ হয়?
হরিচরণ বন্দ্যোপাধ্যায় তাঁর কোন গ্রন্থে প্রণামের কথা উল্লেখ করেন?
যোগদর্শনে পদ্মাসন সাধন প্রক্রিয়ার কোন প্রক্রিয়ার অন্তর্গত?
সন্ন্যাস ধর্ম পালনের প্রতিপাদ্য হচ্ছে-
i. ভোগাসক্তি ত্যাগ
ii. কর্মফলাসক্তি ত্যাগ
iii. বৈরাগ্য লাভ
নিচের কোনটি উপনিষদের সমার্থক শব্দ?
বৈদিক পূজা পদ্ধতি কেমন ছিল?
শ্রীরামকৃষ্ণ কত সালে পরলোক গমন করেন?
মনসাদেবীকে কোন দেবতা বলা হয়?
সন্ধিপূজা কোন দিন হয়?
কলিযুগের অন্তে অবতার হিসেবে কার আবির্ভাব ঘটবে?
ঈশ্বরের সাকার রূপ কারা?
রোগ প্রতিরোধকারী দেবী কে?
পরমাত্মার মৃত্যু নেই, কারণ পরমাত্মা-
i. সাকার
ii. মৃতুহীন
iii. জন্ম ও মৃত্যুহীন
সুমিতা দেবী কোন ধরনের উপাসনা করেন?
রোগ প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার দেবী কে?
বিষ্ণুর তৃতীয় অবতার কোনটি?
ধ্বংসের দেবতা বলা হয় কাকে?
ঈশ্বরের সহস্র মস্তক ও চক্ষুর কথা বলা হয়েছে-
'অনাদি পুরুষ' কে?
সিদ্ধি দেবতা কে?
নিরাকার উপাসনার একটি অংশ হলো-
ঈশ্বরের মধ্যে কয়টি গুণ বিদ্যমান থাকায় তাঁকে ভগবান বলা হয়?
শ্রীবিষ্ণুর প্রথম অবতার হচ্ছে-
ওঁ-এর পূর্ণরূপ কী?
মোক্ষলাভ বলতে বোঝায়-
কাকে সময় ও পরিবর্তনের দেবী বলা হয়?
নারায়ণ কার অপর নাম?
ঈশ্বর যখন জীবের দয়া করেন, তখন তাঁকে কী বলে?