কোন টিস্যুতে মাতৃকা প্রায় অনুপস্থিত?
কোনটি সংকোচন ও প্রসারণশীল টিস্যু?
কোন উপাদানের উপস্থিতির কারণে পোলটিস্যু সংকুচিত-প্রসারিত হয়?
ঐচ্ছিক পেশিতে কোনটি অনুপস্থিত ?
ঐচ্ছিক পেশি টিস্যুর ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?
মসৃণ পেশি বলা হয় কোনটিকে?
দেহের খাদ্য হজমে অন্ত্রের ক্রমসংকোচন নিয়ন্ত্রণ করে নিচ্ছে কোনটি?
কোনটি অনৈচ্ছিক পেশি?
অভ্যন্তরীণ অঙ্গে ও রক্তনালির পাত্রে কোন পেশি বিদ্যমান?
কোন টিস্যুর কোষগুলোর মাঝে ইন্টারক্যালাটেড ডিস্ক' থাকে?
শাখার মাধ্যমে পরস্পর যুক্ত থাকে কোন পেশির কোষগুলো?
নিচের কোনটি বহুভূজাকৃতির?
অ্যাক্সন কোন ধরনের কোষের অংশ?
নিচের কোনটি স্মৃতি সংরক্ষণে সাহায্য করে ?
শরীরের অবস্থানভেদে বিভিন্ন কাজ করে কোন কোষ?
সিন্যাপস বলতে কী বুঝায়?
দুটি স্নায়ুর মিলনস্থলকে কি বলে?
নিউরনের সাইটোপ্লাজমে কোনটি অনুপস্থিত?
নিচের কোনটিতে সক্রিয় সেন্ট্রিওল থাকে না?
রেকটাম কোন তন্ত্রে পাওয়া যায়?
কোনটি পরিপাকতন্ত্রের অংশ নয়?
অ্যালভিওলাই থাকে—
কোন তন্ত্রটি পেশিকে চালনা করে?
কোনটি জননতন্ত্রের অংশ?
কোনটি পাকস্থলীর পেশির কার্যক্রম নিয়ন্ত্রণ করে?
অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত রসকে কী বলে?
কোন গ্রন্থটি হরমোন নিঃসরণের জন্য দায়ী?
নিচের কোনটি রেচন তন্ত্রের অঙ্গ?
ইউরেথ্রা কোন তন্ত্রের অংশ?
লসিকাতন্ত্রের অংশ কোনটি?
নিচের কোন তন্ত্রটি অনৈচ্ছিক পেশির কাজ নিয়ন্ত্রণ করে?
ল্যারিংস কোন তন্ত্রের অংশ ?
Alveolus কোন তন্ত্রের অংশ?
প্রকৃত কোষের ক্রোমোজোমে থাকে-
i. RNAii. DNAiii. হিস্টোন, প্রোটিন
নিচের কোনটি সঠিক?
কোষপ্রাচীরের কাজ হলো-
i. কোষের আকার ও আকৃতি বজায় রাখা
ii. প্রোটিন সংশ্লেষণে সাহায্য করা
iii. পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করা
ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গঠিত হয়-
i. প্রোটিন দিয়েii. লিপিড দিয়েiii. কাইটিন দিয়ে
মাইটোকন্ড্রিয়ায় ঘটে—i. মাইকোলাইসিসii. অ্যাসিটাইল কো-এ তৈরিiii. ক্রেবস চক্র
মাইট্রোকন্ড্রিয়ার অংশ--
i. ক্রিস্টি
ii. গ্রানা
iii. ঝিল্লি
ক্লোরোপ্লাস্ট থাকে—
i. প্যারেনকাইমা কোষেii. কোলেনকাইমা কোষেiii. স্ক্লেরেনকাইমা কোষে
নিচের কোনটি সঠিক ?
কাঁচা পেঁপেতে যে প্লাস্টিড থাকে তা হলো-i. ক্লোরোপ্লাস্টii. ক্রোমোপ্লাস্টiii. লিউকোপ্লাস্ট
লিউকোপ্লাস্ট পাওয়া যায়-
i. মূলে
ii. ফলে
iii. জননকোষে
ক্রোমোপ্লাস্ট থাকে—i. ফুলের পাপড়িতেii. পাকা ফলেiii. গাজরের মূলে
ক্রোমোপ্লাস্ট-i. গাজরের মূলে পাওয়া যায়ii. খাদ্য তৈরি করেiii. পরাগায়নে সাহায্য করে
ক্রোমোপ্লাস্টে থাকে—
i. ক্লোরোফিলii. জ্যাম্বোফিলiii. ক্যারোটিন
প্লাস্টিডের প্রধান কাজ হলো—
i. খাদ্য প্রস্তুত করাii. খাদ্য সহায়করাiii. উদ্ভিদদেহকে বর্ণময় করা
রাইবোজোম—
i. এনজাইম সরবরাহ করেii. প্রাণ রাসায়নিক বিক্রিয়ার গতিকে হ্রাস করেiii. আমিষ সংশ্লেষণে সাহায্য করে
সেন্ট্রোজোম পাওয়া যায়—
i. প্রাণিকোষেii.. উদ্ভিদকোষেiii. ব্যাকটেরিয়ায়
নিউক্লিয়াসের বৈশিষ্ট্য হলো—i. নিউক্লিওলাস উপস্থিতii. বংশগতির বৈশিষ্ট্য নিহিতiii. আবরণী লিপিড ও প্রোটিনের তৈরি
নিচের বৈশিষ্ট্যগুলো লক্ষ কর-
i. বংশের বৈশিষ্ট্য বংশপরম্পরায় বহন করা ক্রোমোজোমের কাজ
ii. কোষের বিশ্রামকালে নিউক্লিয়াসে কুণ্ডলী পাকানো সূক্ষ্ম সুতার মত অংশ হলো নিউক্লিয়ার রেটিকুলাম
iii. কোষ বিভাজনের সময় এর ক্রোমাটিন তন্তু সরু ও খাটো হয়
প্যারেনকাইমা টিস্যুর ক্ষেত্রে প্রযোজ্য-
i. পাতলা প্রাচীরযুক্ত
ii. আন্তঃকোষীয় ফাঁক থাকে
iii. স্টোনসেল থাকে