কেন্দ্রিকা অনুপস্থিত থাকে কোন কোষে?
পরিণত অবস্থায় কোনটিতে নিউক্লিয়াস থাকে না?
ফার্ন ও ব্যস্তবীজী উদ্ভিদে কোনটি অনুপস্থিত?
কোন উদ্ভিদের সঙ্গীকোষ থাকে না?
ফ্লোয়েম প্যারেনকাইমার কাজ কী?
নিচের কোন উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা অনুপস্থিত?
কোনটিতে ফ্লোয়েম প্যারেনকাইমা আছে?
গম গাছে নিচের কোনটি অনুপস্থিত থাকে?
কোনটিতে ফ্লোয়েম ফাইবার পাওয়া যায়?
পাটের আঁশ হলো এক ধরনের--
স্ক্লেরেনকাইমা যুক্ত ফ্লোয়েম টিস্যুকে কী বলা হয় ?
বাস্ট ফাইবার এর ক্ষেত্রে কোনটি সঠিক?
অঙ্গকে বাইরের আঘাত থেকে রক্ষা করা কোন টিস্যুর কাজ ?
আকৃতি, অবস্থান এবং কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু কয় প্রকার?
বৃত্তের সংগ্রাহক নালিকায় কোন আবরণী টিস্যু দেখা যায়?
কোন আবরণী টিস্যু ছাঁকনির মতো কাজ করে?
মানুষের ত্বকে কোন ধরনের আবরণী টিস্যু দেখা যায়?
স্কোয়ামাস আবরণী টিস্যু কোনটি?
স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু থাকে কোন প্রাণীর ত্বকে?
সিউডো-ট্র্যাটিফাইড আবরণী টিস্যু পাওয়া যায় কোন তন্ত্রে ?
স্কোয়ামাস আবরণী কলা কোথায় পাওয়া যায়?
কোন ধরনের টিস্যু থেকে জননকোষ উৎপন্ন হয়?
বৃক্কের বোম্যান্স ক্যাপসুলে কোন ধরনের আবরণী টিস্যু দেখা যায় ?
কোনটিতে ট্রানজিশনাল টিস্যু থাকে?
প্রাণীদের অস্ত্রের অন্তঃপ্রাচীরের কোষগুলোতে কোন ধরনের টিস্যু দেখা যায়?
ভরীকৃত আবরণী কলার উদাহরণ হচ্ছে—
নিচের কোন প্রাণীতে ট্রানজিশনাল টিস্যু অনুপস্থিত?
ট্রাটিফাইড আবরণী টিস্যুর বৈশিষ্ট্য—
কোন প্রকার এপিথেলিয়াল টিস্যু মেরুদণ্ডী প্রাণীর ত্বকে বিদ্যমান?
ক্ষরণ ও শোষণ কোন টিস্যুর প্রধান কাজ?
আঁইশাকার আবরণী টিস্যুর কাজ কী?
জনন টিস্যু কোন টিস্যু থেকে রূপান্তরের মাধ্যমে উৎপন্ন হয়?
দেহের অভ্যন্তরীণ নরম ও নাজুক অঙ্গসমূহকে রক্ষা করে কোনটি?
দেহত্বকের নিচের পেশির মধ্যে থাকে নিচের কোন প্রকার টিস্যু?
মস্তিষ্ক, ফুসফুস, হূৎপিন্ড ইত্যাদিকে রক্ষা করা কোন টিস্যুর কাজ?
ফাইব্রাস যোজক টিস্যু কোথায় অবস্থান করে?
কোন কলার মাতৃকায় ক্যালসিয়াম কার্বনেট জাতীয় পদার্থ থাকতে পারে?
মানুষের নাকের ও কানের পিনা কী দিয়ে তৈরি?
বিশেষ ধরনের দৃঢ়, ভঙ্গুর ও অনমনীয় স্কেলিটাল কানেকটিভ টিস্যু কোনটি?
কোনটি মাতৃকার ক্যালসিয়াম জাতীয় পদার্থ জমা হয়ে দৃঢ়তা প্রদান করে?
তরল যোজক টিস্যু কয় প্রকার?
নিউক্লিয়াস থাকে না কোনটিতে?
রক্তরসে (প্লাজমা) শতকরা কত ভাগ জৈব ও অজৈব পদার্থ থাকে?
রক্তে রক্তরসের পরিমাণ কত?
নিচের কোনটির উপস্থিতির কারণে রক্ত লাল হয় ?
লসিকার মধ্যে কিছু রোগ প্রতিরোধী কোষ থাকে যাদেরকে বলে-
রক্তরসের রং কেমন?
রক্তরসে শতকরা কত অংশ পানি থাকে?
মানবদেহের বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানের জলীয় পদার্থের নাম কী?
লসিকার বর্ণ কীরূপ ?