'হ' কিংবা আকারবিহীন যুক্তধ্বনি পরে থাকলে 'এ' ধ্বনির উচ্চারণ কেমন হয়?
কোন স্বরধ্বনি উচ্চারণের সময় বায়ু শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে?
মৌলিক স্বরধ্বনি উচ্চারণের সময় কোমল তালু কী অবস্থায় থাকে?
উচ্চারণের সময় বাতাস মুখ ছাড়াও নাক দিয়ে বের হয়ে এলে তাকে কোন স্বরধ্বনি বলে?
স্বরধ্বনির অনুনাসিকতা বোঝাতে বাংলা স্বরবর্ণের উপরে ব্যবহৃত হয়ে থাকে—
কোনটি মৌলিক স্বরধ্বনি?
নিচের ধ্বনিগুলোর মধ্যে কোনটি মৌলিক স্বরধ্বনি?
বাংলা বর্ণমালায় অনুনাসিক বর্ণ কয়টি?
নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি নয়?
নিচের কোনটি অনুনাসিক স্বরধ্বনির উদাহরণ?
যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না সেগুলোকে কী ধ্বনি বলে?
বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনির সংখ্যা কয়টি?
নিচের কোন বর্ণটি অর্ধস্বরধ্বনির উদাহরণ?
কোন ধ্বনি উচ্চারণ করার সময় টেনে দীর্ঘ করা যায়?
কোন ধ্বনি উচ্চারণ করার সময় কোনোভাবেই টেনে দীর্ঘ করা যায় না?
‘চাই' শব্দে কতটি স্বরধ্বনি আছে?
‘চাই' শব্দের পূর্ণ স্বরধ্বনি কোনটি?
‘লাউ’ শব্দের অর্ধস্বরধ্বনি কোনটি?
পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে কোন স্বরধ্বনি হয়?
বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক দুটো বর্ণ কী কী?
অথবা, নিচের কোন দুটি যৌগিক স্বরধ্বনি?
‘ঐ’ দ্বি স্বরধ্বনিটিকে বিশ্লেষণ করলে পাওয়া যায়-
‘ঔ’ দ্বিস্বরধ্বনিটিকে বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যায়?
এক অক্ষর বিশিষ্ট শব্দ সবসময়-
পাশাপাশি দুটো স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনিরূপে উচ্চারিত হয়— এরূপ স্বরধ্বনিকে বলে –
বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?
অথবা, বাংলা ভাষায় যৌগিক স্বরজ্ঞাপক স্বরধ্বনি কয়টি?
নিচের কোনটি যৌগিক স্বরধ্বনির উদাহরণ?
বাপ্রত্যঙ্গের ঠিক যে জায়গায় বাতাস বাধা পেয়ে ব্যঞ্জনধ্বনি সৃষ্টি হয়, সেই জায়গাটি হলো ব্যঞ্জনের-
দন্ত্য ব্যঞ্জনধ্বনির মুখ্য বাপ্রত্যঙ্গ কোনটি ?
কোন ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে?
তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ আছে কোন শব্দে?
পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি?
কোনটি তাড়িত ব্যঞ্জনের উদাহরণ?
কোনগুলো ঘোষ ব্যঞ্জন?
ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ কম থাকলে সেগুলোকে বলে-
কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে?
উচ্চারণস্থান অনুযায়ী শ’ কেমন ধ্বনি?
উচ্চারণস্থান ও প্রকৃতি এবং ধ্বনির কম্পনপ্রবাহ বায়ুপ্রবাহ অনুযায়ী ব্যঞ্জনধ্বনি কত প্রকার?
উচ্চারণস্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনিকে কয়টি ভাগে ভাগ করা যায়?
নিচের কোনটি মুখ্য বাক্প্রত্যঙ্গ?
নিচের কোনটি সক্রিয় বাকপ্রত্যঙ্গ নয়?
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট দুটি কাছাকাছি এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে কী বলে?
ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনি আর কী নামে পরিচিত?
কোনগুলো ওষ্ঠ্যধ্বনি?
'প' বর্গীয় ধ্বনিগুলোর উচ্চারণ স্থান অনুযায়ী নাম কী?
উচ্চারণের সুবিধায় বাংলা ব্যঞ্জনবর্ণে কোন দ্যোতিত ধ্বনিটি যোগ করে উচ্চারণ করা হয়?
অথবা, বাংলা ব্যঞ্জনবর্ণে কোন স্বরধ্বনি যোগ করে উচ্চারণ করা হয়?
'ক' ধ্বনিকে 'ক' অক্ষর বলতে চাইলে তার সঙ্গে কী যোগ করতে হয়?
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণে জিভের ডগা উপরের পাটি দাঁতের লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে বলে-
‘ধ’ কোন ব্যঞ্জনধ্বনির উদাহরণ?
দন্তমূলীয় প্রতিবেষ্টিত ধ্বনি কোনটি?
কোন বর্গের বর্ণগুলো দন্তমূলীয়?