‘স’ কোন ব্যঞ্জনধ্বনির উদাহরণ?
কোন বর্ণগুলোর উচ্চারণস্থান অগ্র দন্ত্যমূল?
ন, ল, স-এর উচ্চারণ স্থান হল-
কোনটি অগ্র দন্তমূলীয় বর্ণ?
দন্তমূল এবং তালুর মাঝখানে যে উঁচু অংশ থাকে তাকে বলে-
উচ্চারণস্থান অনুসারে 'ট' বৰ্গীয় ধ্বনিসমূহের নাম কী?
অথবা, পশ্চাৎ দন্তমূল থেকে উচ্চারিত ধ্বনিসমূহের নাম কী?
জিভের ডগা মূর্ধার সঙ্গে লেগে বায়ুপথে বাধার সৃষ্টি করে যেসব ব্যঞ্জন, সেগুলো বলে-
কোন বর্গের বর্ণগুলো পশ্চাৎ দন্তমূলীয়?
জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে উচ্চারিত হয় যেসব ব্যঞ্জনধ্বনি, সেগুলোকে কী বলে?
'জ'-এর উচ্চারণস্থান কোনটি?
'ঝ' ধ্বনির উচ্চারণস্থান কোনটি?
উচ্চারণস্থান অনুযায়ী কোন ব্যঞ্জনধ্বনির বর্ণসমূহ তালব্য বর্ণ?
চ, ছ, জ, ঝ, ঞ— এই পাঁচটি তালব্য ধ্বনির অন্যর নাম কী?
কোন ব্যঞ্জনধ্বনির বর্ণসমূহের উচ্চারণস্থান অগ্রতালু?
জিহ্বামূল থেকে উচ্চারিত ধ্বনিসমূহের নাম কী ?
ক খ গ ঘ ঙ-এর উচ্চারণ স্থান হলো-
কোন ব্যঞ্জনধ্বনির বর্ণসমূহের উচ্চারণস্থান জিহ্বামূল ?
জিহ্বামূলীয় বর্ণ কোনটি?
হাতি শব্দের 'হ' কোন ব্যঞ্জনধ্বনির উদাহরণ?
শ, ষ, স, হ— এই চারটি উষ্ম বা শিষধ্বনির মধ্যে ব্যতিক্রম কোনটি?
'আহ্বান'-এর প্রকৃত উচ্চারণ কোনটি?
ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট, জিভ, জিভমূল ইত্যাদি বাকপ্রত্যঙ্গের কী পরিবর্তন হয়?
বাকপ্রত্যঙ্গের আকৃতিগত পরিবর্তনের কারণে বায়ুপথে সৃষ্ট বাধার ধরনের পরিবর্তনে উচ্চারণের কী বদলে যায়?
উচ্চারণের প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জনধ্বনিকে কয়টি ভাগে ভাগ করা যায়?
স্পর্শ বর্ণ কোনটি?
'ক' হতে ‘ম’ পর্যন্ত বর্ণগুলোকে কী বর্ণ বলা হয়?
অথবা, ক থেকে ম পর্যন্ত ২৫টি বর্ণকে একত্রে কী বলে?
উচ্চারণস্থান অনুযায়ী স্পর্শ ব্যঞ্জনধ্বনিকে কয়টি ভাগে ভাগ করা যায়?
উচ্চারণ স্থানের দিক থেকে 'ক' থেকে 'ম’ পর্যন্ত ধ্বনিগুলোকে কয়টি গুচ্ছ বা বর্গে ভাগ করা হয়েছে?
নিচের কোনটি ওষ্ঠ স্পষ্ট ব্যঞ্জনধ্বনি?
'থ' কী ধ্বনি নামে পরিচিত?
কোন ধ্বনিটির উচ্চারণ গাম্ভীর্যহীন ও মৃদু হবে?
নিচের কোন ধ্বনিকে তালু স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনি বলে?
কোনগুলো কণ্ঠ্যধ্বনি?
'ক' বর্গের ধ্বনিসমূহের উচ্চারণ স্থান কোনটি?
বাংলা স্পর্শ ব্যঞ্জনগুলোতে কয়টি নাসিক্য বর্ণ আছে?
‘মা' শব্দের ‘ম' ধ্বনিটি কোন ব্যঞ্জনধ্বনি?
'ঙ'-এর উচ্চারণ স্থানের নাম কী ?
কোনগুলো নাসিক্য ধ্বনির উদাহরণ
অথবা, কোনগুলো অনুনাসিক বর্ণ
কোন দুটি নাসিক্য ধ্বনি?
কোনটি নাসিক্য ধ্বনি?
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে দুটি বাক্প্রত্যঙ্গ কাছাকাছি এসে নিঃসৃত বায়ুতে ঘর্ষণ সৃষ্টি করে সেগুলোকে বলে—
উষ্মবর্ণ কোনটি?
শ, ষ, স, হ— এ চারটি বর্ণের নাম কী?
অথবা, শ, ষ, স, হ— এ বর্ণগুলোকে বলা হয়—
অথবা, শ, ষ, স— এ তিনটি বর্ণকে বলে-
কোন চারটি বর্ণকে উষ্মবর্ণ বলা হয়?
অথবা, কোনগুলো উষ্মধ্বনি?
উচ্চারণস্থান অনুসারে উষ্ম ব্যঞ্জনধ্বনিকে কয়টি শ্রেণিতে ভাগ করা যায়?
‘স' এবং 'শ' কে আলাদাভাবে কোন ধ্বনি বলা হয়?
কোন ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার দু'পাশ দিয়ে বাতাস বেরিয়ে যায়?
নিচের কোনটি পার্শ্বিক ধ্বনি?
‘হার' শব্দের ‘র’ কোন ব্যঞ্জনধ্বনির উদাহরণ?
কোনটি কম্পনজাত ধ্বনি?
অথবা, ‘কম্পনজাত’ ধ্বনির উদাহরণ কোনটি?