সঠিক সংযুক্ত বর্ণ বিশ্লেষণ কোনটি?
‘জ্ঞ’-এর বর্ণবিচ্ছেদ কোনটি?
শীতের সঞ্চয় চাই— ‘সঞ্চয়' শব্দে যুক্তবর্ণ-
‘সঞ্চয়' শব্দের যুক্ত বর্ণের বর্ণগুলি কী কী?
‘ঞ্জ’ অস্বচ্ছ যুক্তবর্ণটি ভাঙালে পাওয়া যায়—
কোন শব্দে তিনটি ব্যঞ্জনবর্ণের যুক্ত রূপ আছে?
উচ্চারণের সময়ে জিভের কোন অবস্থানের কারণে স্বরধ্বনি ভাগ করা হয়?
‘উ' উচ্চারণের সময়ে জিভের অবস্থান-
'আ' উচ্চারণের সময়ে ঠোঁটের উন্মুক্তি কেমন?
জিভের সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার?
বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কী বোঝাতে?
যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদের বলে-
পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে মিলে হয়-
'লাউ' শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে?
জিভের উচ্চতা অনুযায়ী স্বরধ্বনিকে কত ভাগে ভাগ করা হয়েছে?
ঠোঁটের উন্মুক্তি অনুসারে স্বরধ্বনিকে কত শ্রেণিতে ভাগ করা যায়?
নিচের কোনটি উচ্চ-মধ্য সম্মুখ স্বরধ্বনি?
নিম্ন-মধ্য সম্মুখ স্বরধ্বনি কোনটি?
নিচের কোনটি কেন্দ্রীয় স্বরধ্বনি?
নিম্নাবস্থিত কেন্দ্রীয় স্বরধ্বনি কোনটি?
ই, ঈ, এ, অ্যা-ধ্বনির উচ্চারণ জিহ্বা এগিয়ে সম্মুখভাগে দাঁতের দিকে আসে বলে তাকে বলে-
উচ্চ সম্মুখ স্বরধ্বনির উদাহরণ কোনগুলো?
উচ্চারণের দিক থেকে নিম্নাবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি নিচের কোনটি?
'এ' এবং 'ও'-এর উচ্চারণগত অবস্থান জিহ্বার কোন মূলে?
উচ্চ-মধ্য পশ্চাৎ স্বরধ্বনি কোনটি?
কোনটি মধ্যাবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি?
ঠোঁটের উন্মুক্তির ভিত্তিতে স্বরধ্বনি কত প্রকার?
কোন স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কম খোলে?
কোন স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট বেশি খোলে?
কোন ধ্বনির বিবৃত উচ্চারণে চোয়াল বেশি ফাঁক হয়?
অথবা, কোন ধ্বনি উচ্চারণে চোয়াল বেশি ফাঁক হয়?
কোন ধ্বনির উচ্চারণে জিহ্বা সাধারণত শায়িত থাকে?
'অ' ধ্বনির কোন উচ্চারণে চোয়াল বেশি ফাঁক হয়?
কোন কোন ধ্বনি উচ্চারণের সময় জিহ্বা পিছিয়ে আসে?
শব্দের আদিতে না-বোধক 'অ' ধ্বনির উচ্চারণ কেমন হয়?
নিচের কোনটির আদি ‘অ' ধ্বনি সংবৃত?
নিচের কোন শব্দে 'অ' ধ্বনির সংবৃত উচ্চারণ হয়েছে?
অথবা, কোন শব্দটির আদি 'অ'-এর উচ্চারণ সংবৃত?
তর, তম, তন প্রত্যয়যুক্ত বিশেষণ পদের অন্ত্যস্বর 'অ' এর উচ্চারণ কী হয়?
নিচের কোন শব্দটিতে ‘অ' ধ্বনির বিবৃত উচ্চারণ পাওয়া যায়?
'অ' ধ্বনির সংবৃত উচ্চারণ হয়েছে কোনটিতে?
বাংলা বর্ণমালায় হ্রস্বস্বর ও দীর্ঘস্বর থাকলেও উচ্চারণের পার্থক্যের জন্য কী হয়?
'এ' ধ্বনির উচ্চারণ কোন ধরনের হয়?
নিচের কোন শব্দগুলোর উচ্চারণে “এ” ধ্বনির বিবৃত উচ্চারণ হয়েছে?
নিচের কোন শব্দে ‘এ’ ধ্বনির বিবৃত উচ্চারণ হয়েছে?
নিচের কোন ক্ষেত্রে 'এ' ধ্বনি বিবৃত হয়?
খাঁটি বাংলা শব্দে এ ধ্বনির উচ্চারণ কেমন হয়?
‘এ' ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায়?
অথবা, শব্দের কোথায় 'এ' ধ্বনির বিবৃত উচ্চারণ পাওয়া যায়?
কোন শব্দটির আদি 'এ'-এর উচ্চারণ বিবৃত?
নিচের কোন শব্দটিতে 'এ' ধ্বনির উচ্চারণ সংবৃত ও বিবৃত দুটোই হতে পারে?